leadT1ad

আট শতাংশ জমির বিরোধ ৮ বছর, সংঘর্ষে গেল ৩ প্রাণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
কুড়িগ্রাম

নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সংঘর্ষে আহতরা। স্ট্রিম ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একই জমির মালিকানা নিয়ে বিরোধে আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের পূর্ব হাইল্লা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ব্যক্তিরা হলেন নূর মানিক উল্লাহর ছেলে এরশাদুল হক (৪০) ও মেয়ে কুলসুম বেগম (৫০)। অপরজন জামাল উদ্দিনের ছেলে আলতাফ মিয়া (৬০)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। ৮ শতাংশ জমি নিয়ে তাঁদের মধ্যে আট বছর ধরে বিরোধ চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানান, উপজেলার চিলাখানা গ্রামে পারিবারিক ১৬ শতাংশ জমি জামাল উদ্দিন ও মানিক উল্লাহর পরিবারের মধ্যে সমান ভাগ করা হয়। কিন্তু জামাল উদ্দিনের সন্তানেরা মানিক উল্লাহর ৮ শতাংশ জমিও নিজেদের বলে দাবি করছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধ সমাধানে স্থানীয়ভাবে বিভিন্ন চেষ্টা করা হলেও উত্তেজনা নিরসন হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বিবদমান ৮ শতাংশ জমিতে কাজ করতে গেলে মানিক উল্লাহ ও ভাতিজা আজিজল গ্রুপের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এরশাদ ও তাঁর বোন কুলসুম মারা যান। আহত হন প্রতিপক্ষ আজিজলের ছোট ভাই আলতাফ। তাঁকে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তাঁরা নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠিয়েছে।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘সংঘর্ষের খবর শুনে সেখানে গিয়ে দেখি, দুজন নিহত হয়েছেন, বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন। উভয় পক্ষেরই লোক মারা গেছেন, তাই ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে দেশীয় বেশ কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জড়িত একজনকে আটক করা হয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত