leadT1ad

রাবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে রাকসুর ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২৩: ৪৫
রাবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন মোস্তাকুর রহমান জাহিদ। সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদকে অপসারণের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।

সোমবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটায় রাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, 'চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অপসারণের নির্দেশে উপাচার্য স্বাক্ষর করে ফাইলটি রেজিস্ট্রার দপ্তরে পাঠান। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রার দপ্তর থেকে একই দিনে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চিঠি ইস্যু হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায়, মঙ্গলবার দুপুর পর্যন্তও রেজিস্ট্রার দপ্তর চিঠি ইস্যু করেনি। এতে বিভাগটির ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা একাডেমিক ক্ষতির মুখে পড়ে।'

তিনি আরও বলেন, 'বিষয়টি জানতে রাকসুর সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রার দপ্তরে গেলে এক কর্মকর্তা জানান, রেজিস্ট্রার তখন রাজনৈতিক প্রোগ্রামে ব্যস্ত আছেন এবং পরে আসতে বলেছেন। প্রশাসনিক দায়িত্ব পালনকালে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা যেমন নীতিগতভাবে অনুচিত, তেমনি এটি বিশ্ববিদ্যালয়ের সুশাসনের পরিপন্থী।'

রেজিস্ট্রারের অপসারণ দাবি করে ভিপি জাহিদ বলেন, 'রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসউদের অশোভন আচরণের তদন্ত করে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।'

উল্লেখ্য, গতকাল দুপুরে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে গেলে তাকে জানানো হয় ভেতরে বিএনপির একটি সভা চলছে। পরে আম্মার ভিতরে প্রবেশ করলে রেজিস্ট্রার ও তার মধ্যে বাকবিতণ্ডা হয়। ওই দিন রাতে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত