leadT1ad

হাসিনার রায়: সব রুটের বাস চলছে, তবে যাত্রীসংখ্যা কম

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২: ২০
সব রুটেই বাস চলছে, তবে যাত্রী কম। স্ট্রিম ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হচ্ছে আজ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চললেও যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম বলছেন বাস মালিকরা।

আজ সোমবার শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে। গাবতলী বাস টার্মিনালে সরেজমিনে ঘুরে দেখা যায়, দূরপাল্লার সব রুটে বাস চলাচল করছে, তবে যাত্রী সংখ্যা কম।

যাত্রী সংখ্যা কম হওয়ার কারণ জানতে চাইলে শ্যামলী পরিবহনের (ঢাকা-পাবনা) কাউন্টার মাস্টার মো. মামুন স্ট্রিমকে বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা আজকে কম তবুও আমরা বাস চালু রেখেছি।’

যাত্রী সংখ্যা কমের কারণ হিসেবে তিনি বলেন, ‘হাসিনার রায় ঘিরে মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে, আমরাও কিছুটা আতঙ্ক রেখেই সবকিছু চালু রেখেছি। তবে সবকিছু স্বাভাবিকই চলছে।’

রংধনু এক্সপ্রেসের (ঢাকা-রংপুর) ম্যানেজার মো. দিদার হোসেন স্ট্রিমকে বলেন, ‘দূরপাল্লার সব বাসই চালু আছে তবে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম, গতকালের থেকেও কম।’ তবে সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে হাসিনার রায়ের পাশাপাশি এই মৌসুমেও যাত্রী সংখ্যা কম হয়ে থাকে বলে জানান তিনি।

‘সবকিছু স্বাভাবিক আছে’, বলছেন যাত্রীরা। কিন্তু হাসিনা রায় ঘিরে যাত্রীদের মাঝে কিছুটা আতঙ্ক কাজ করছে বলেও জানান তাঁরা।

কুষ্টিয়া থেকে গতকাল রাতে ঢাকা আসেন মো. মাহফুজ। আজ সকালেই তিনি আবার কুষ্টিয়া চলে যাচ্ছেন। এই যাত্রী স্ট্রিমকে বলেন, ‘গতকাল রাতে আসছি স্বাভাবিক ছিল সবকিছু। আজকে সকালে চলে যাচ্ছি, এখনও সবকিছু স্বাভাবিক আছে। তবে যাত্রী সংখ্যা কম বলে মনে হইলো।’

হাসিনার রায় ঘিরে অনেকেই আতঙ্কে থাকলেও তিনি নন জানিয়ে তিনি বলেন, ‘হাসিনা যে গুলি করে মানুষ মারছে, সেটাকেই জনগণ ভয় পায় নাই। এখন দুয়েকটা ককটেল ফাটায়ে কোনো লাভ নাই। আমাদের কাছে এগুলো পানি-ভাত।’

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন বাস-সংশ্লিষ্টরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত