leadT1ad

সহিংসতা উসকে দেয়, এমন সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে রিপোর্ট নেবে সরকার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

সংগৃহীত ছবি

সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সম্বলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে এখন থেকে সরাসরি রিপোর্ট করা যাবে। আজ শনিবার (২০ ডিসেম্বর) থেকে হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে সরাসরি রিপোর্ট করা যাবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ এ তথ্য জানান। রিপোর্টের জন্য তিনি তাঁর পোস্টে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (01308332592) ও একটি ইমেইল অ্যাড্রেস ([email protected]) সংযুক্ত করে দেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাঁর পোস্টে লেখেন, ‘জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি আগামীকাল (শনিবার) থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে রিপোর্ট গ্রহণ করবে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পরে বিটিআরসি'র মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে রিপোর্ট করবে।’

তিনি আরও উল্লেখ করেন যে সরকার সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডাউন করতে পারে না, তবে যৌক্তিক কারণ তুলে ধরে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্লাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।

‘হেট স্পিচ’ যা সরাসরি সহিংসতা ঘটায় কিংবা সহিংসতার ডাক দেয়, সেটা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মতে দণ্ডনীয় অপরাধ স্মরণ করিয়ে দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সোশ্যাল মিডিয়াকে সহিংসতা কিংবা ভায়োলেন্স তৈরির টুল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন। দেশ এবং নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার ব্যাপারে সচেতন হোন।’

Ad 300x250

সম্পর্কিত