leadT1ad

৩ ডিসেম্বর আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস: তিন দিনব্যাপী মেলার আয়োজন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৯: ০৭
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লোগো।

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৩ ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালিত হতে যাচ্ছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষ্যে ঢাকায় তিন দিনব্যাপী মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি উদ্যাপনের অংশ হিসেবে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে আগামী ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ‘প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হবে। জাতিসংঘের নির্ধারিত প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠন থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মম্মদ শাবু ইউছুফ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত