স্ট্রিম প্রতিবেদক

বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্রুত এর ফলাফল জানা যাবে। মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাতেও পুলিশ অভিযানে নেমেছে।
পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর মুক্তির দাবিতে ভক্তরা শহরে কর্মসূচি পালন করতে গেলে ‘মব’ তৈরি করে তাদের ওপর হামলা হয়।
এসব ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলার ঘটনায় মানিকগঞ্জে আহত এক বাউলশিল্পী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তবে ওই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই।
উপদেষ্টা পরিষদে সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছিল কিনা– সাংবাদিকরা জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।’
তিনি বলেন, ‘অন্যান্য জায়গায় যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশ খুব সাঁড়াশি অভিযান করছে। দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।’
ইমেজ বিক্রির চেষ্টায় গুরুত্ব হারায় রোহিঙ্গা সংকট
রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেসসচিব বলেন, ‘যে রোহিঙ্গা সংকট এক সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।’
তিনি বলেন, সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন। এতে বাস্তব কাজ হয়নি। বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর বিষয়ে প্রধান উপদেষ্টা ঈদের সময় সম্ভাবনার কথা বললেও, এসব কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। প্রেস সচিব বলেন, ‘আজই ফল পাবেন না। তবে প্রচেষ্টা অব্যাহত আছে, আর আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।’
অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়
সাম্প্রতিক একাধিক দিন ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মাটি ধসে গেছে, ভেঙে পড়েছে বহু ভবন। দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে, তাতে বোঝা যায় কতটা দুর্বল ছিল তদারকি ব্যবস্থা। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।’
সব সিটি করপোরেশনেই অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও জানান প্রেস সচিব।

বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা বাউলদের ওপর হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও এ বিষয়ে দ্রুতগতিতে কাজ করছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এমন নির্দেশনা দেন বলে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের জানান প্রেস সচিব।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্রুত এর ফলাফল জানা যাবে। মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাতেও পুলিশ অভিযানে নেমেছে।
পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর মুক্তির দাবিতে ভক্তরা শহরে কর্মসূচি পালন করতে গেলে ‘মব’ তৈরি করে তাদের ওপর হামলা হয়।
এসব ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে হামলার ঘটনায় মানিকগঞ্জে আহত এক বাউলশিল্পী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন। তবে ওই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই।
উপদেষ্টা পরিষদে সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছিল কিনা– সাংবাদিকরা জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে।’
তিনি বলেন, ‘অন্যান্য জায়গায় যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশ খুব সাঁড়াশি অভিযান করছে। দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।’
ইমেজ বিক্রির চেষ্টায় গুরুত্ব হারায় রোহিঙ্গা সংকট
রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রেসসচিব বলেন, ‘যে রোহিঙ্গা সংকট এক সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে গুরুত্ব হারিয়েছিল, তা এখন আবার সামনে আনা হয়েছে।’
তিনি বলেন, সমাধানের বদলে শেখ হাসিনা নিজেকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে উপস্থাপনে বেশি মনোযোগ দিয়েছেন। এতে বাস্তব কাজ হয়নি। বরং ইমেজ বিক্রির চেষ্টায় আসল সংকট আন্তর্জাতিক মহলের নজর থেকে সরে গেছে।
শফিকুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার কূটনৈতিক প্রচেষ্টা, আন্তর্জাতিক সম্মেলন এবং সরাসরি বৈশ্বিক যোগাযোগের মাধ্যমে রোহিঙ্গা ইস্যুকে আবারও আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে স্থাপন করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর বিষয়ে প্রধান উপদেষ্টা ঈদের সময় সম্ভাবনার কথা বললেও, এসব কূটনৈতিক প্রক্রিয়ায় সময় লাগে। প্রেস সচিব বলেন, ‘আজই ফল পাবেন না। তবে প্রচেষ্টা অব্যাহত আছে, আর আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ইতিবাচক অগ্রগতি হবে।’
অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়
সাম্প্রতিক একাধিক দিন ভূমিকম্পে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে মাটি ধসে গেছে, ভেঙে পড়েছে বহু ভবন। দেশজুড়ে ভবন নিরাপত্তা ও তদারকি দুর্বলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘যেভাবে অননুমোদিত স্থাপনা ধরা পড়ছে, তাতে বোঝা যায় কতটা দুর্বল ছিল তদারকি ব্যবস্থা। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, অনুমোদন ছাড়া দেশের কোথাও কোনো বাড়ি বা ভবন নির্মাণ করা যাবে না।’
সব সিটি করপোরেশনেই অনুমোদন প্রক্রিয়া ও নিয়মকানুন শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও জানান প্রেস সচিব।

খুলনায় প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে ইশান (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর খালিশপুর ফেয়ার ক্লিনিকের মোড় এলাকায় তাঁর ওপর হামলা হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
রাজধানী ঢাকায় গত এক সপ্তাহে পাঁচবার অনুভূত হয়েছে ভূমিকম্প। ঘন ঘন এমন ঝাঁকুনিতে রাজধানীবাসীর মনেও তৈরি হয়েছে কম্পন। প্রশ্ন উঠেছে, যেকোনো দুর্যোগে সবচেয়ে জরুরি হয়ে ওঠা ফায়ার সার্ভিস, গ্যাস, পানি ও বিদ্যুৎ সেবাদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলো এমন পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের চূড়ান্ত দিনে রাজধানীর চানখারপুলে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
১২ ঘণ্টা আগে
ধান উৎপাদনে কৃষকের সহায়তার জন্য নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবনের কাজ করে চলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। কৃষিকাজকে একটি সম্মানজনক এবং আরামদায়ক পেশায় রূপান্তর করার লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিযন্ত্র আবিষ্কারে ব্রি কাজ করছে বলে জানিয়েছেন এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
১৩ ঘণ্টা আগে