স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের বিশেষ তৎপরতা দেখা যায়নি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ট্রিমের কয়েকজন প্রতিবেদক সরেজমিন ঘুরে রাজধানীর এই চিত্র দেখেছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। রাতেই দেশের দুই শীর্ষ পত্রিকা—প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। রাত ১টার পরে ধানমন্ডির শংকরে সংস্কৃতি বিদ্যায়তন ছায়ানট ভবনে হামলা হয়। সাততলা ভবনটির প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয় এ সময়।
রাতেই মিছিল করে অনেক বিক্ষোভকারী শাহবাগ মোড়ে জড়ো হন। তাঁরা সড়ক অবরোধ করে হাদির নাম ধরে স্লোগান দেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও কয়েকশ মানুষকে সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে। শাহবাগ মোড়ের খাবার ও ফুলের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাত থেকেই সেখানে থেমে থেমে বিক্ষোভ চলছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে সড়কে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। সকাল ১০টা থেকে রাজধানীর প্রগতি সরণি, বাড্ডা, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর, পল্টন মোড়, প্রেস ক্লাবের সামনে, মৎস্য ভবন মোড়, কাকরাইল মারকাজ মসজিদের সামনের মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ ও ধানমন্ডি-৩২ এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে।
প্রগতি সরণি, বাড্ডা, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর ও পল্টন মোড় এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মরত ট্রাফিক পুলিশ ছাড়া বাড়তি কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি। মেট্রোরেলের সচিবালয় স্টেশনের মুখে অন্য সময় পুলিশের সরব উপস্থিতি থাকে, সকাল ১১টায় সেখানেও নিরাপত্তা বাহিনীর বিশেষ কোনো উপস্থিতি দেখা যায়নি।
সকাল ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘সম্মিলিত নারী প্রয়াস’ নামে একটি সংগঠন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত এই মানববন্ধন চলাকালে সেখানে কয়েকজন পুলিশের উপস্থিতি দেখা যায়।
সেখান থেকে শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন মোড়, কাকরাইল মারকাজ মসজিদের সামনের মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক ও রমনা পার্ক এলাকায় ট্রাফিক পুলিশ ছাড়া নিরাপত্তা বাহিনীর বিশেষ কোনো উপস্থিতি চোখে পড়েনি। মৎস্য ভবন থেকে শাহবাগমুখী পথটি বন্ধ রয়েছে। অন্যদিকে শাহবাগগামী ব্যক্তিগত যানবাহনকে কাকরাইল মারকাজ মসজিদের সামনের মোড় দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে দিলেও বাস ও বড় গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না।
সকাল ১১টায় শাহবাগ মোড় অবরুদ্ধ করে কয়েকশ মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। তবে কোনো ব্যানার সেখানে দেখা যায়নি। আশেপাশের দোকানদাররা জানিয়েছেন, গত রাত থেকেই সেখানে থেমে থেমে বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভের কারণে আশেপাশের সব পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ক্লাবের সামনে পুলিশের একটি এপিসি (ভারী সাঁজোয়া যান) দেখা গেছে। শাহবাগ মোড়ে পুলিশ সতর্ক অবস্থান করছে।
অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে বাংলামোটর মোড়ে পুলিশের তেমন উপস্থিতি নেই। তবে কয়েকজন বিজিবি সদস্যকে দেখা গেছে বাংলামোটর মোড়ে। কারওয়ান বাজার মোড়, ফার্মগেট মোড়, পান্থপথ মোড় ও ধানমন্ডি-৩২ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ট্রিমকে বলেন, ‘এসব বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ভালো বলতে পারবেন। তিনিই এ বিষয়ে ভালো জানেন।’
পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম দুপুর ১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘যাঁরা প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভ্যান্ডালিজমের (ভাঙচুর) সাথে জড়িত, তাদের ভিডিও দেখে দেখে শনাক্ত করা হচ্ছে। মামলা করা হচ্ছে। আমরা তাদের আইনের আওতায় আনব।’ এছাড়া আজকের জুমার নামাজ-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাদের বিশেষ তৎপরতা দেখা যায়নি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত স্ট্রিমের কয়েকজন প্রতিবেদক সরেজমিন ঘুরে রাজধানীর এই চিত্র দেখেছেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। রাতেই দেশের দুই শীর্ষ পত্রিকা—প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। রাত ১টার পরে ধানমন্ডির শংকরে সংস্কৃতি বিদ্যায়তন ছায়ানট ভবনে হামলা হয়। সাততলা ভবনটির প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয় এ সময়।
রাতেই মিছিল করে অনেক বিক্ষোভকারী শাহবাগ মোড়ে জড়ো হন। তাঁরা সড়ক অবরোধ করে হাদির নাম ধরে স্লোগান দেন। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও কয়েকশ মানুষকে সেখানে বিক্ষোভ করতে দেখা গেছে। শাহবাগ মোড়ের খাবার ও ফুলের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রাত থেকেই সেখানে থেমে থেমে বিক্ষোভ চলছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকালে সড়কে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উপস্থিতি ছিল কম। সকাল ১০টা থেকে রাজধানীর প্রগতি সরণি, বাড্ডা, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর, পল্টন মোড়, প্রেস ক্লাবের সামনে, মৎস্য ভবন মোড়, কাকরাইল মারকাজ মসজিদের সামনের মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ ও ধানমন্ডি-৩২ এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঢিলেঢালা উপস্থিতি চোখে পড়েছে।
প্রগতি সরণি, বাড্ডা, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর ও পল্টন মোড় এলাকায় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মরত ট্রাফিক পুলিশ ছাড়া বাড়তি কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি। মেট্রোরেলের সচিবালয় স্টেশনের মুখে অন্য সময় পুলিশের সরব উপস্থিতি থাকে, সকাল ১১টায় সেখানেও নিরাপত্তা বাহিনীর বিশেষ কোনো উপস্থিতি দেখা যায়নি।
সকাল ১০টা থেকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘সম্মিলিত নারী প্রয়াস’ নামে একটি সংগঠন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত এই মানববন্ধন চলাকালে সেখানে কয়েকজন পুলিশের উপস্থিতি দেখা যায়।
সেখান থেকে শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন মোড়, কাকরাইল মারকাজ মসজিদের সামনের মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক ও রমনা পার্ক এলাকায় ট্রাফিক পুলিশ ছাড়া নিরাপত্তা বাহিনীর বিশেষ কোনো উপস্থিতি চোখে পড়েনি। মৎস্য ভবন থেকে শাহবাগমুখী পথটি বন্ধ রয়েছে। অন্যদিকে শাহবাগগামী ব্যক্তিগত যানবাহনকে কাকরাইল মারকাজ মসজিদের সামনের মোড় দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যেতে দিলেও বাস ও বড় গাড়িকে যেতে দেওয়া হচ্ছে না।
সকাল ১১টায় শাহবাগ মোড় অবরুদ্ধ করে কয়েকশ মানুষকে বিক্ষোভ করতে দেখা গেছে। তবে কোনো ব্যানার সেখানে দেখা যায়নি। আশেপাশের দোকানদাররা জানিয়েছেন, গত রাত থেকেই সেখানে থেমে থেমে বিক্ষোভ চলমান রয়েছে। বিক্ষোভের কারণে আশেপাশের সব পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঢাকা ক্লাবের সামনে পুলিশের একটি এপিসি (ভারী সাঁজোয়া যান) দেখা গেছে। শাহবাগ মোড়ে পুলিশ সতর্ক অবস্থান করছে।
অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে বাংলামোটর মোড়ে পুলিশের তেমন উপস্থিতি নেই। তবে কয়েকজন বিজিবি সদস্যকে দেখা গেছে বাংলামোটর মোড়ে। কারওয়ান বাজার মোড়, ফার্মগেট মোড়, পান্থপথ মোড় ও ধানমন্ডি-৩২ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়েনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ট্রিমকে বলেন, ‘এসব বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ভালো বলতে পারবেন। তিনিই এ বিষয়ে ভালো জানেন।’
পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম দুপুর ১টার দিকে স্ট্রিমকে বলেন, ‘যাঁরা প্রথম আলো ও ডেইলি স্টারে রাতভর ভ্যান্ডালিজমের (ভাঙচুর) সাথে জড়িত, তাদের ভিডিও দেখে দেখে শনাক্ত করা হচ্ছে। মামলা করা হচ্ছে। আমরা তাদের আইনের আওতায় আনব।’ এছাড়া আজকের জুমার নামাজ-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

ইনকিলাম মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুপরবর্তী রাজধানীতে বিভিন্ন বেসরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও সহিংসতায় তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি করেছে পুলিশ।
৬ মিনিট আগে
প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা-আগুনের ঘটনার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছে নাগরিক সমাজ। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
১৫ মিনিট আগে
আপ বাংলাদেশের মুখ্য সমন্বয়ক রাফে সালমান রিফাত এ বিষয়ে পরিবারের বরাতে স্ট্রিমকে বলেন, ‘হাদি ভাইয়ের দাফন ঢাকায় হবে। তবে কোথায় হবে তা নিয়ে আলোচনা চলছে। জাতীয় সংসদ ভবন চত্বরের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলামের কবরের পাশেও হতে পারে।’
১৬ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে