leadT1ad

রাজনৈতিক দলগুলো ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে: বদিউল আলম মজুমদার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। ছবি: সংগৃহীত

বড় রাজনৈতিক দলগুলো নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আসন্ন জাতীয় নির্বাচনে কারা মনোনয়ন পাবেন, তা প্রার্থীর আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করছে বলেও অভিমত দিয়েছেন তিনি।

আজ আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (ডায়রা) আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি ও ব্যবসা সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার আরও বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে ব্যবসার সাম্রাজ্যে পরিণত হয়েছে। প্রার্থী বাছাই এখন এক ধরনের বাণিজ্যে পরিণত হয়েছে। মনোনয়ন পাওয়া নির্ভর করছে প্রার্থীর আর্থিক সক্ষমতার ওপর, জনগণের আস্থার ওপর নয়।

এসময় ধর্মভিত্তিক দলগুলোরও সমালোচনা করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, তারা (ধর্মভিত্তিক দলগুলো) ধর্মকে নীতিগত মূল্যবোধ হিসেবে নয়, বরং রাজনৈতিক ব্র্যান্ডিং হিসেবে ব্যবহার করছে।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানও বক্তব্য দেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, বিডিজবস ডটকমের সিইও ফাহিম মাশরুর, ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা খালেদ সাইফুল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের সিবগাতুল্লাহ বক্তব্য দেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত