.png)

স্ট্রিম ডেস্ক

নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন’-এর নেতারা। বৈঠকে কমিশন নেতারা এই দাবির সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, নতুন বিভাগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির জন্য সরকারকে সুপারিশ করা হবে।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতারা তাঁদের দাবির পক্ষে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে নোয়াখালীর অবদানের মতো যৌক্তিক বিষয়গুলো তুলে ধরেন।
কমিশনের সদস্যরা আন্দোলনরত নেতাদের বক্তব্য শোনেন এবং তাঁদের আশ্বস্ত করেন। জুলাই সনদে উল্লিখিত ৬৮ ক্রমিক সংবলিত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পূর্বে সরকার যেনো প্রস্তাবনাটি পুনঃবিবেচনা করে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির পথে অগ্রসর হয় সে বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সরকাকে সুপারিশ করবে।
বৈঠকে সরকারের পক্ষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, খুরশীদ আলম এবং মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।

নোয়াখালীকে বিভাগ হিসেবে বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলন’-এর নেতারা। বৈঠকে কমিশন নেতারা এই দাবির সঙ্গে একমত পোষণ করে জানিয়েছেন, নতুন বিভাগ বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির জন্য সরকারকে সুপারিশ করা হবে।
আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতারা তাঁদের দাবির পক্ষে ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও জাতীয় অর্থনীতিতে নোয়াখালীর অবদানের মতো যৌক্তিক বিষয়গুলো তুলে ধরেন।
কমিশনের সদস্যরা আন্দোলনরত নেতাদের বক্তব্য শোনেন এবং তাঁদের আশ্বস্ত করেন। জুলাই সনদে উল্লিখিত ৬৮ ক্রমিক সংবলিত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পূর্বে সরকার যেনো প্রস্তাবনাটি পুনঃবিবেচনা করে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির পথে অগ্রসর হয় সে বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সরকাকে সুপারিশ করবে।
বৈঠকে সরকারের পক্ষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, খুরশীদ আলম এবং মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
.png)

‘জুলাই জাতীয় সনদ’ ও ‘জুলাই ঘোষণার’ আলোকে রাষ্ট্র সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
২ ঘণ্টা আগে
বৈঠক শেষে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মূল বক্তব্যে কমিশন স্পষ্ট কিছু বলেনি অভিযোগ করে আখতার হোসেন বলেন, তাঁরা এখনো আশাবাদী হতে পারছেন না।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
৪ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে তৃতীয় লিঙ্গের ছয়জনসহ মোট ৬০ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৪ ঘণ্টা আগে