leadT1ad

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২: ২২
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ দিনের বেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আট জেলায় বন্যার সতর্কতা

এদিকে, শনিবার (০২ আগস্ট) দেশের আটটি জেলায় বন্যা সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কতা কেন্দ্র।

সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারি ও অতিভারি বৃষ্টির কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাবে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

Ad 300x250

সম্পর্কিত