leadT1ad

লক্ষ্মীপুরে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা বর্জন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
লক্ষ্মীপুর

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৭
পরীক্ষা দিতে এসে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা। স্ট্রিম ছবি

লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে টানা কর্মবিরতি চলছে। এতে জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।

সকালে শহরের সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, টাউন প্রাইমারিসহ বিভিন্ন বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের সঙ্গে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে জড়ো হয়েছেন। কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা।

বিদ্যালয়ে উপস্থিত অভিভাবকরা জানান, শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে এসেছে, এখন শিক্ষকেরা বলছেন পরীক্ষা হবে না। যথাসময়ে পরীক্ষা না হলে শিক্ষার্থীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। শিক্ষকদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত এ সমস্যা সমাধান করার দাবি জানিয়েছেন তারা।

কর্মবিরতিতে শিক্ষকরা। স্ট্রিম ছবি
কর্মবিরতিতে শিক্ষকরা। স্ট্রিম ছবি

তবে শিক্ষকেরা জানিয়েছেন, ইতিমধ্যে আন্দোলনে আমাদের দুই শতাধিক শিক্ষক আহত হয়েছেন। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বার্ষিক পরীক্ষা বর্জন করে লাগাতার কর্মবিরতি চলবে।

Ad 300x250

সম্পর্কিত