leadT1ad

শহীদ হাদিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য: এনাম মেডিকেলের চিকিৎসকে অব্যাহতি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ১৩
অভিযুক্ত চিকিৎসক ডা. তাজিন আফরোজ শাহ। সংগৃহীত ছবি

শহীদ শরিফ ওসমান বিন হাদিকে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেন।

এসময় চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ হতে কার্যকর হইবে।’

অধ্যাপক তাজিনকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এরআগে বৃহস্পতিবার ‘নিপুন হাজরা’ নামে একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়। সেই স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ‘ওসমান হাদি মারা গিয়েছে। মরে গিয়েই বেঁচে গেলো মনে হয় ছেলেটা। বাংলাদেশের পলিটিক্যাল ইতিহাসের জন্য খুবই ন্যাক্কারজনক একটা অধ্যায় হয়ে থাকলো এটা।’

সেই স্ট্যাটাসের কমেন্ট করে তাজিন আফরোজ শাহ কমেন্টসে হাদিকে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ উঠেছে।

Ad 300x250

সম্পর্কিত