leadT1ad

রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে বিশেষ বৈঠক ডেকেছেন। আজ শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক আহ্বান করা হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায় থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

বিএনপির সূত্র জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্য ইতিমধ্যে রওনা করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অন্যদিকে জামায়াতের প্রতিনিধি দলে থাকা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তাঁরাও যমুনার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

এনসিপির মিডিয়া সেলের প্রধান মুশফিক উস সালেহীন এনসিপিকে বৈঠকে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার আহ্বানে গেছেন। সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’

গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন। এ হামলার পর শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকা ওই বৈঠকে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এদিকে, হামলার ঘটনার পর আহত শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রধান উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ফোনে কথা বলেন তিনি। টেলিফোনে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীর উদ্বিগ্ন ও মর্মাহত।

তিনি ওমর বিন হাদিকে বলেন, ‘আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত