leadT1ad

বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২২: ৩০
বিচারপতি খুরশীদ আলম। সংগৃহীত ছবি

হাইকোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন আইন সচিব লিয়াকত আলী মোল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তাঁর পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন বিধায় মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী ৫ নভেম্বর ২০২৫ তারিখে তাঁকে উক্ত পদ থেকে অপসারণ করেছেন।

এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত