leadT1ad

ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২০: ৪৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণের ত্রি-মাত্রিক বৈশ্বিক সংকট মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কেনিয়ার নাইরোবিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সপ্তম অধিবেশনে (ইউএনইএ-৭) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এ আহ্বান জানান।

বাংলাদেশের জাতীয় বিবৃতি উপস্থাপন করে পরিবেশ সচিব বলেন, পর্যাপ্ত সম্পদ ও প্রযুক্তি সহায়তা ছাড়া জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলো এ সংকট মোকাবিলা করতে পারবে না। সহায়তার অভাবে সরকারগুলোকে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো খাত থেকে অর্থ সরিয়ে দুর্যোগ মোকাবিলায় ব্যয় করতে হয়।

পরিবেশ সচিব বলেন, বাংলাদেশের জন্য জলবায়ু পরিবর্তন এখন প্রতিদিনের বাস্তবতা। চরম তাপদাহ, ঘূর্ণিঝড় ও বন্যায় লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। বৈশ্বিক নিঃসরণে ০ দশমিক ৫ শতাংশের কম অবদান রেখেও বাংলাদেশ জলবায়ু নেতৃত্বে ভূমিকা রাখছে। উন্নত এনডিসি ৩ দশমিক ০-তে ২০৩৫ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ফারহিনা আহমেদ বলেন, দূষণ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে প্রথম পাতলা পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। কঠিন বর্জ্য, ই-বর্জ্য ও চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক বিধিমালা প্রণয়ন করা হয়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকাও চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া পরিবেশ সচিব রাসায়নিক ও প্লাস্টিক ব্যবস্থাপনায় সমন্বিত পদ্ধতি গ্রহণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Ad 300x250

সম্পর্কিত