leadT1ad

এক রাতে দুই ভূমি রেজিস্ট্রার কার্যালয়ে আগুন, পুড়ে গেছে দলিলসহ গুরুত্বপূর্ণ নথি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাগুরা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৮: ১১
মাগুরা সদর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আগুনে পুড়ে গেছে নতিপত্র। সংগৃহীত ছবি

মাগুরা শহরে একই রাতে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয় দুটোতে থাকা জমিজমার দলিল, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুইটি সরকারি কার্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ৪টার দিকে শহরের কেশব মোড়ে অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখেন তাঁরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কার্যালয়ে থাকা জমিজমার গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল–চেয়ারসহ আসবাব পুড়ে যায়।

এদিকে প্রায় একই সময় শহরের ইসলামপুরপাড়ার রেজিস্ট্রার অফিস মোড়ে অবস্থিত জেলা রেজিস্ট্রার কার্যালয় ভবনের পাশের দলিল লেখকদের তিনটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষগুলোতে থাকা দলিল ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জানালা ভেঙে এজলাসে আগুন দেওয়ার চেষ্টা চালানো হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।

সদর সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে জানালা না ভেঙেই পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি কক্ষে আগুন ধরে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।

মাগুরা ফায়ার স্টেশনের লিডার আলেপ মোল্লা বলেন, ‘রাত চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন থেকে খবর পেয়ে সদর ভূমি কার্যালয়ে পৌঁছে দেখি একটি রুমে দাউদাউ করে জ্বলছে। আমাদের দুইটি ইউনিট ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মূল্যবান নথি, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।’ পরে তারা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভান। সেখানে তিনটি টিনের ঘরসহ দলিলপত্র পুড়ে যায় বলে জানান তিনি।

ঘটনাস্থল দুটি পরিদর্শন শেষে মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ভূমি রেজিস্টার কার্যালয় দুটিতে কারা আগুন দিয়েছে, আমরা তদন্ত কমিটি করব। এটাকে খতিয়ে দেখে আইনের আওতায় আনব।’

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘গতকাল রাতে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসের ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি জানতে পেরে জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানাই। তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেন।’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Ad 300x250

সম্পর্কিত