স্ট্রিম সংবাদদাতা

মাগুরা শহরে একই রাতে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয় দুটোতে থাকা জমিজমার দলিল, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুইটি সরকারি কার্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ৪টার দিকে শহরের কেশব মোড়ে অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখেন তাঁরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কার্যালয়ে থাকা জমিজমার গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল–চেয়ারসহ আসবাব পুড়ে যায়।
এদিকে প্রায় একই সময় শহরের ইসলামপুরপাড়ার রেজিস্ট্রার অফিস মোড়ে অবস্থিত জেলা রেজিস্ট্রার কার্যালয় ভবনের পাশের দলিল লেখকদের তিনটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষগুলোতে থাকা দলিল ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জানালা ভেঙে এজলাসে আগুন দেওয়ার চেষ্টা চালানো হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
সদর সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে জানালা না ভেঙেই পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি কক্ষে আগুন ধরে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।
মাগুরা ফায়ার স্টেশনের লিডার আলেপ মোল্লা বলেন, ‘রাত চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন থেকে খবর পেয়ে সদর ভূমি কার্যালয়ে পৌঁছে দেখি একটি রুমে দাউদাউ করে জ্বলছে। আমাদের দুইটি ইউনিট ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মূল্যবান নথি, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।’ পরে তারা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভান। সেখানে তিনটি টিনের ঘরসহ দলিলপত্র পুড়ে যায় বলে জানান তিনি।
ঘটনাস্থল দুটি পরিদর্শন শেষে মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ভূমি রেজিস্টার কার্যালয় দুটিতে কারা আগুন দিয়েছে, আমরা তদন্ত কমিটি করব। এটাকে খতিয়ে দেখে আইনের আওতায় আনব।’
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘গতকাল রাতে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসের ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি জানতে পেরে জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানাই। তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেন।’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মাগুরা শহরে একই রাতে জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কার্যালয় দুটোতে থাকা জমিজমার দলিল, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুইটি সরকারি কার্যালয়ে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ৪টার দিকে শহরের কেশব মোড়ে অবস্থিত সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার পূর্ব পাশের একটি কক্ষ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখেন তাঁরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে কার্যালয়ে থাকা জমিজমার গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল–চেয়ারসহ আসবাব পুড়ে যায়।
এদিকে প্রায় একই সময় শহরের ইসলামপুরপাড়ার রেজিস্ট্রার অফিস মোড়ে অবস্থিত জেলা রেজিস্ট্রার কার্যালয় ভবনের পাশের দলিল লেখকদের তিনটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কক্ষগুলোতে থাকা দলিল ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়। পাশাপাশি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের জানালা ভেঙে এজলাসে আগুন দেওয়ার চেষ্টা চালানো হলেও বড় ধরনের ক্ষতি হয়নি।
সদর সহকারী কমিশনার (ভূমি) মোছা. আসমা আক্তার বলেন, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা ভবনের পেছন দিক দিয়ে জানালা না ভেঙেই পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি কক্ষে আগুন ধরে যায়। ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।
মাগুরা ফায়ার স্টেশনের লিডার আলেপ মোল্লা বলেন, ‘রাত চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন থেকে খবর পেয়ে সদর ভূমি কার্যালয়ে পৌঁছে দেখি একটি রুমে দাউদাউ করে জ্বলছে। আমাদের দুইটি ইউনিট ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মূল্যবান নথি, কম্পিউটার ও আসবাব সম্পূর্ণ পুড়ে গেছে।’ পরে তারা জেলা রেজিস্ট্রার কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে গিয়ে আগুন নেভান। সেখানে তিনটি টিনের ঘরসহ দলিলপত্র পুড়ে যায় বলে জানান তিনি।
ঘটনাস্থল দুটি পরিদর্শন শেষে মাগুরা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ভূমি রেজিস্টার কার্যালয় দুটিতে কারা আগুন দিয়েছে, আমরা তদন্ত কমিটি করব। এটাকে খতিয়ে দেখে আইনের আওতায় আনব।’
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ‘গতকাল রাতে মাগুরা সদর সাব-রেজিস্ট্রার অফিসের ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় দুর্বৃত্তরা আগুন দেয়। বিষয়টি জানতে পেরে জেলা ফায়ার সার্ভিস অফিসকে জানাই। তারা তাৎক্ষণিক এসে আগুন নিয়ন্ত্রণ করেন।’ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন বিএনপি নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। আজ সোমবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
২৫ মিনিট আগে
জুলাই অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধ, ইন্টারনেট বন্ধ করে হত্যা ও গণহত্যার অভিযোগে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও আমলাসহ ১৭ জন হেভিওয়েট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
২ ঘণ্টা আগে
গভর্নরের আশ্বাস ও চলতি সপ্তাহ থেকে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরুর খবরে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন গ্রাহকেরা।
৩ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার কার্যক্রম রয়েছে। এর একটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিচার শুরু হচ্ছে। এ মামলায় আজই প্রথম সাক্ষ্য নেওয়া হবে।
৪ ঘণ্টা আগে