leadT1ad

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মোন্থা’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৩: ৫৬
ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ছবি: উইন্ডি থেকে নেওয়া

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা বা রাতে এটি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের বিভিন্ন কাল বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় প্রবল ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে। সকাল ৬টার সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫৫ কিলোমিটার দূরে ছিল।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, কাল বুধবার থেকে ৩১ অক্টোবর শুক্রবার পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। ১ নভেম্বর পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

ঘূর্ণিঝড়টির নাম ‘মোন্থা’ থাই ভাষার শব্দ। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ একধরনের সুগন্ধি ফুল।

প্রভাব কী

ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর অত্যন্ত বিক্ষুব্ধ রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে ও গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ‘ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করার পরই বোঝা যাবে বাংলাদেশের ওপর এর কতটা প্রভাব পড়বে। বর্তমানে এর মূল প্রভাব অন্ধ্র উপকূলেই সীমাবদ্ধ। আজ দেশে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা কম, তবে আগামীকাল বুধবার থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে এবং বৃহস্পতিবার ও শুক্রবারে বৃষ্টি বাড়তে পারে।’

Ad 300x250

সম্পর্কিত