leadT1ad

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৯: ১২
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জামিল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী গুরুতর আহত হন। তাদের সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় মানিকগঞ্জগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জামিল মানিকগঞ্জের কৃষ্ণপুর ইউনিয়নের ছোট রাতাহির চর এলাকার বাসিন্দা। আহতরা হলেন, ছোট রাতাহিরচর এলাকার ওছামা (২৪) ও একই ইউনিয়নের বারাহি ঘোনাপাড়া এলাকার আসিফ (১৮)।

হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত হন অপর দুজন। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান মোহাম্মদ কৌশিক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসের চালক পলাতক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত