leadT1ad

পিএসসির ওয়েবসাইটে ‘কারিগরি জটিলতা’, আবেদনে ভোগান্তি চাকরিপ্রত্যাশীদের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ২০: ৪৭
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে ভোগান্তির অভিযোগ করছেন চাকরিপ্রত্যাশীরা। তাঁরা বলছেন, আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে ঢুকতে জটিলতা দেখা যাচ্ছে। আবার ফি পরিশোধেও সমস্যা হচ্ছে।

গত ৩১ আগস্ট নন-ক্যাডারের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ১ শ ২২টি পদে আবেদন আহ্বান করে পিএসসি। আবেদনের শেষ সময় আগামীকাল সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ছয়টায়।

তবে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (bpsc.teletalk.com.bd) প্রবেশ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। কেউ কেউ বলছেন, মাঝেমধ্যে প্রবেশ করা গেলেও আবেদন করতে সমস্যা হচ্ছে। আবার আবেদনের পর টেলিটকের মাধ্যমে ফি পরিশোধেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। জহির ফয়সাল নামে একজন লিখেছেন, তিন দিন ধরে আবেদন করা যাচ্ছে না। অথচ আগামীকাল শেষ দিন। কর্তৃপক্ষও কিছু পরিষ্কার করছে না।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্ট্রিমকে বলেন, গত বৃহস্পতিবার থেকে কারিগরি জটিলতা দেখা দেয়। এ ব্যাপারে আইটি শাখাকে বলা হয়েছে, তারা ব্যবস্থা নিচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত