ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ ঘোষণার দাবিতে ঢাকা কলেজের সামনে নিউমার্কেটের সামনের সড়কটি বন্ধ করে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা দেড়টা থেকে বেলা ৩টা ৪০ পর্যন্ত তাঁরা এ সড়ক ব্লক করে রাখেন। এতে আজিমপুর, শাহবাগ, জিগাতলা, ধানমন্ডি এলাকা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজ।
১১টার পর থেকেই তাঁরা আন্দোলন শুরু করেন। বেলা দেড়টার দিকে নীলক্ষেত, সাইন্সল্যাব সড়কটি তাঁরা অবরোধ করেন। এর আগে সাইন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে মিছিল করেন শিক্ষার্থীরা।
বেলা তিনটার দিকে দেখা যায়, ঢাকা কলেজের সামনের সড়টি অবরোধ করে রেখেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সাইন্সল্যাব মোড় থেকে আসা যানবাহনগুলো আটকে গেছে ঢাকা কলেজের সামনে এসে। অন্যদিকে নীক্ষেত মোড় দিয়ে আসা গাড়িগুলোও আটকে আছে। আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়ায় বিভিন্ন সড়কে ডাইভারশন দিয়েছে ট্রাফিক পুলিশ৷
আন্দোলনের বিষয় জানতে চাইলে কবি নজরুল কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ জাকির স্ট্রিমকে বলেন, 'সাত কলেজ এখন আর ঢাকা কলেজের অন্তর্বুক্ত নয়৷ ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে৷ কিন্তু কোনো ভার্সিটি না থাকায় প্রায় ১১ হাজার শিক্ষার্থী ক্লাসেই বসতে পারেনি।'
জাকির আরও বলেন, 'সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে খসড়া চূড়ান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আলাদা হয়ে গেছি কিন্তু পরে আর কোনো কার্যকর্ম হয়নি৷ তাই আমরা সবাই সেশন জটে পড়েছি৷ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে তাই আমরা আন্দোলনে নেমেছি৷'
ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী রাজিব হোসেন স্ট্রিমকে বলেন, 'গত দেড় বছর ধরে আমরা সাত কলেজে মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবি করে আসছি৷ সে দাবি অনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম খসড়াও চূড়ান্ত হয়ে গেছে৷ তবে এখন ঢাকা কলেজের শিক্ষাকরাই এটাক বিরোধীতা করা শুরু করেছেন।'
ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী রাকিবুল হাসান স্ট্রিমকে বলেন, 'বিশ্ববিদ্যালয় হয়ে গেলে শিক্ষকদের পিএইডি করতে হবে, তাই শিক্ষকরা বিরোধীতা করছেন। মূলত তাঁদের কারণেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে না।'
তিন ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধ করে রেখে ৩টা ৪০ মিনিটে অবরোধ ছেড়ে দেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে যানচলাচল স্বাভাবিক হলেও যানজট পুরো কাটেনি।