.png)

স্ট্রিম প্রতিবেদক

দেশি গরুর জাত সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, বাংলাদেশের দেশি গরুর জাতগুলো দীর্ঘ সময় ধরে নিজস্ব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে আছে। তাই স্থানীয় গরুর জাতগুলোর অনন্য জেনেটিক বৈশিষ্ট্য ভবিষ্যতের টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের জন্য মূল্যবান সম্পদ।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা স্থানীয় জলবায়ু-সহনশীল দেশি জাতের গবাদিপশুর সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘শুধু শংকর জাতের দিকে ঝুঁকলে ভবিষ্যৎ ঝুঁকির আশঙ্কা বাড়তে পারে। তাই দেশি জাত সংরক্ষণ করতে হবে।’
ফরিদা আখতার আরও বলেন, মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ, আবহাওয়াজনিত অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যাহত হওয়া—এই বিষয়গুলো এখন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে আসছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উপদেষ্টা কপ-৩১-এর মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশি গবেষক, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘উন্নত দেশগুলোর খাদ্যাভ্যাস ও জীবনধারা বিপুল পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী। জলবায়ু ঝুঁকিপ্রবণ দেশ হয়েও বাংলাদেশকে অনেক সময় অন্যায়ভাবে দোষারোপ করা হয়, কারণ আমাদের সেক্টরভিত্তিক সুনির্দিষ্ট তথ্য এবং পরিমাপ, প্রতিবেদন ও যাচাইকরণ ব্যবস্থা সেভাবে প্রতিষ্ঠিত নয়।’
‘স্কেলিং-আপ লাইভস্টক ক্লাইমেট অ্যাকশনস টু এনহ্যান্স ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস–ফেজ টু’ শীর্ষক এই জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশি গরুর জাত সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেছেন, বাংলাদেশের দেশি গরুর জাতগুলো দীর্ঘ সময় ধরে নিজস্ব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে আছে। তাই স্থানীয় গরুর জাতগুলোর অনন্য জেনেটিক বৈশিষ্ট্য ভবিষ্যতের টেকসই প্রাণিসম্পদ উন্নয়নের জন্য মূল্যবান সম্পদ।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা স্থানীয় জলবায়ু-সহনশীল দেশি জাতের গবাদিপশুর সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘শুধু শংকর জাতের দিকে ঝুঁকলে ভবিষ্যৎ ঝুঁকির আশঙ্কা বাড়তে পারে। তাই দেশি জাত সংরক্ষণ করতে হবে।’
ফরিদা আখতার আরও বলেন, মাঠপর্যায়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ, আবহাওয়াজনিত অনিশ্চয়তা এবং উৎপাদন ব্যাহত হওয়া—এই বিষয়গুলো এখন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে আসছে।
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় উপদেষ্টা কপ-৩১-এর মতো আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশি গবেষক, বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন।
প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘উন্নত দেশগুলোর খাদ্যাভ্যাস ও জীবনধারা বিপুল পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নির্গমনের জন্য দায়ী। জলবায়ু ঝুঁকিপ্রবণ দেশ হয়েও বাংলাদেশকে অনেক সময় অন্যায়ভাবে দোষারোপ করা হয়, কারণ আমাদের সেক্টরভিত্তিক সুনির্দিষ্ট তথ্য এবং পরিমাপ, প্রতিবেদন ও যাচাইকরণ ব্যবস্থা সেভাবে প্রতিষ্ঠিত নয়।’
‘স্কেলিং-আপ লাইভস্টক ক্লাইমেট অ্যাকশনস টু এনহ্যান্স ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনস–ফেজ টু’ শীর্ষক এই জাতীয় কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াওকুন শি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)

জনগণের নতুন বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান চায় বামপন্থী সাত দল। নতুন এই বিকল্প শক্তির উত্থানে বাম গণতান্ত্রিক জোটের ছয় দল ও বাংলাদেশ জাসদ মিলে আগামী ২৯ নভেম্বর জাতীয় কনভেনশনের আয়োজন করতে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি পৃথক এলাকায় ঘণ্টা তিনেকের ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটিয়েছে।
১ ঘণ্টা আগে
বরিশালে হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাস শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছেন। এই পাল্টাপাল্টি হামলায় অর্ধশতাধিক বাস ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
১ ঘণ্টা আগে
প্রকাশনা সংস্থা ঐতিহ্য তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করেছে ‘ঐতিহ্য রাইটার্স ডে’। শনিবারের (১৫ নভেম্বর) এই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রজন্মের লেখক ও পাঠকের মিলনমেলা ঘটে।
২ ঘণ্টা আগে