আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৯১ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। আজ বুধবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুপুর ১২টার দিকে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
এ সময় ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয় এবং শীগ্রই আরও আসন যুক্ত হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। সম্ভাব্য প্রার্থী তালিকায় দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং নির্বাহি সমন্বয়ক আবুল হাসান রুবেল পাবনা-৪ আসনে রাখা হয়।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচন বাংলাদেশের জন্য একটা অপরিহার্য ব্যাপার। সংস্কার বাস্তবায়ন করতে হলে আবশ্যিকভাবে নির্বাচন লাগবে। গণসংহতি আন্দোলনের প্রার্থীরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করবে। কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায়, সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করি।’
জোনায়েদ সাকি আরও বলেন, ‘সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানতের টাকার অঙ্ক বৃদ্ধি করা হয়েছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে, নির্বাচন পদ্ধতি ক্রমাগত অর্থনির্ভর হচ্ছে এবং যাদের অর্থের দিক থেকে কম সক্ষমতা আছে, তাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে উঠছে। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান পুরো বাংলাদেশকে আবার একটা পুনর্গঠনের দাবি নিয়ে সামনে এসেছে। সেই পুনর্গঠন কালটাতেও ন্যূনতম জাতীয় ঐকমত্য আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই ন্যূনতম জাতীয় ঐকমত্য হচ্ছে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, যেটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে আমরা অর্জন করব। এবং এসবের মধ্য দিয়ে একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই।’
এ সময় ৯১টি আসনে প্রার্থী ঘোষণা করা হয় এবং শীগ্রই আরও আসন যুক্ত হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। সম্ভাব্য প্রার্থী তালিকায় দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ এবং নির্বাহি সমন্বয়ক আবুল হাসান রুবেল পাবনা-৪ আসনে রাখা হয়।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু।