leadT1ad

রাজধানীতে প্রাইভেটকার থেকে দুই মরদেহ উদ্ধার

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৬: ২৭
ছবি সংগৃহীত

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেইজমেন্টে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি)মাসুদ আলম।

আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ দুটি উদ্ধা করা হয়। থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র‍্যাব কাজ করছে।

পুলিশ জানিয়েছেন, ‘প্রাইভেটকারটির সিরিয়াল নম্বর ঢাকা মেট্রো ৩৬৩৭৪৫। একটি মরদেহ ড্রাইভারের পাশের সিটে পড়ে ছিল, আরেকটি গাড়িরে পেছনের সিটে। মরদেহ দুটির মুখ ও মাথা ছিল থেতলানো। তাদের শরীর ফুলে গেছে এবং রক্ত বের হচ্ছে। দুজনই পুরুষ।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সিসি টিভি ক্যামেরা পর্যালোচনা করেছি। গাড়িটা গতকাল ভোর ৫ টা ৩২ মিনিটে এখানে ইন করে। ইন করার পরে ৫টা ৪০ এর দিকে দুইজন আবার বের হয়ে যায়। ওই দুই জনের মধ্যে একজন মালিক। আরেকজন আবার এখানে ফেরত এসে গাড়ির দিকে যায়‘।

মাসুদ বলেন, ‘মালিকের সঙ্গে কথা বলে যেটা বুঝতেছি, তাদের একজন রিলেটিভ সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে। তাঁকে নেওয়ার জন্য তারা এখানে আসেন। তারপর মালিক ওই রিলেটিভকে নিয়ে চলে যায়। গত রাতের অবস্থা এমন দেখা গেছে। বাকিটা আমরা বিস্তারিত তদন্ত করে বলতে পারবো।’

তিনি বলেন, ‘এখানে আমাদের সিআইডি আসছে। কোন পজিশনে কী ছিল, সেটার ছবি তোলা আছে। আমরা এটার এনালাইসিস করবো।’

Ad 300x250

পপ কালচার না বুঝলে যেভাবে আপনি অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারেন

নতুন ভোটার তালিকায় আছেন মৃতরাও, বাদ মুসলিমরা

খসড়া প্রস্তুত থাকলেও ঘোষণাপত্র দেওয়া হয়নি, দ্যাট ওয়াজ মিসফরচুন

গণ-অভ্যুত্থানের ভ্রাম্যমান আলোকচিত্র প্রদর্শনী

সেই ছাত্রীর পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়নি, মায়ের অসুস্থতা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর

সম্পর্কিত