leadT1ad

মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ১৬

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২৩: ২০
ঘটনাস্থলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হেল্প ডেস্ক। স্ট্রিম ছবি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ১৬ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিখোঁজ স্বজনদের সন্ধানে আসা মানুষদের সহায়তার জন্য ঘটনাস্থলে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে দলটি।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে এনসিপির স্বেচ্ছাসেবক দলের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

এনসিপির স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক হাসিবুর রহমান অপু স্ট্রিমকে বলেন, ‘আমরা বিকেল থেকে এখানে কাজ করছি। এর মধ্যে ১৬ জনের নিখোঁজ থাকার তথ্য আমরা পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের তথ্য আমরা সংগ্রহ করে রাখছি। আমাদের ভলান্টিয়ারদের মাধ্যমে নিয়মিত খোঁজ রাখছি। কাউকে উদ্ধার করা হলে, আমরা তাঁদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

এখনো নিখোঁজদের তালিকা। স্ট্রিম কোলাজ
এখনো নিখোঁজদের তালিকা। স্ট্রিম কোলাজ

এর আগে আজ সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদাম ও সংলগ্ন পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে এখনো অনেক স্বজন ঘটনাস্থল ও হাসপাতালে ছোটাছুটি করছেন।

Ad 300x250

সম্পর্কিত