leadT1ad

শাপলা প্রতীক পেতে প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে: সারজিস আলম

সংবাদমাধ্যমকে দলীয়করণের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আমরা কোনো মিডিয়াকে এনসিপির মিডিয়া হিসেবে চাই না। কোনো মিডিয়াকে কোনো দলের মিডিয়াকে হিসেবেও চাই না।’

স্ট্রিম সংবাদদাতা
সুনামগঞ্জ
সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে বুধবার কথা বলেন এনসিপি নেতা সারজিস আলম। স্ট্রিম ছবি

জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ পেতে প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে বলে মন্তব্য করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। …শাপলা প্রতীক পেতের প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে।’

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সুনামগঞ্জের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন সারজিস আলম।

সংবাদমাধ্যমকে দলীয়করন করার সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আমরা কোনো মিডিয়াকে এনসিপির মিডিয়া হিসেবে চাই না। কোনো মিডিয়াকে কোনো দলের মিডিয়াকে হিসেবেও চাই না।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আপনাদের পেশাদারিত্ব বজায় রাখেন। মফস্বলের সাংবাদিকদের অনিশ্চয়তা, অর্থনৈতিক নিরাপত্তার অভাব, এসব নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কথা বলেছি।’ সঠিক তথ্যগুলো দেশের মানুষের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করেন তিনি।

নির্বাচনে ভারতের প্রভাব বিস্তার ও আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে এনসিপি শীর্ষ নেতা সারজিস আলম বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে দেশে আর কোনো নির্বাচন হবে না। আর আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ কোনো নির্বাচনেই আর অংশ নিতে পারবে না। … দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারে না।’

এর আগে বাংলাদেশ সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘নিউইয়র্ক প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বতী সরকারেরই দুর্বলতা। যেই দুর্বলতার চিত্র সারা দেশেই দেখা যাচ্ছে।’

গণঅধিকার পরিষদ ও এনসিপির ঐক্য প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘অভ্যুথানে রাজপথে একসাথে দাবি আদায়ের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে। মানুষ দুটি দলকে একসাথে দেখতে চায় তাই আলোচনা চলছে।’

গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের বিষয়ে সারজিস আলম বলেন, ‘গণপরিষদের মাধ্যমে যে আমরা নতুন সংবিধান চাচ্ছি, অন্তত এই বিষয়গুলোতে যদি আমরা আমাদের জায়গা থেকে শক্ত অবস্থান বজায় রাখতে না পারি, তাহলে জনগণ মনে করবে, আমরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। এবং আমরা বিশ্বাস করি, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীতে এই দেশে কেউ রাজনীতি করতে পারবে না।’

সুনামগঞ্জ এনসিপির সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত