স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিদেশে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন, দেখবেন। পরবর্তীতে যদি মেডিকেল বোর্ড মনে করে, উনাকে স্থানান্তর করা সম্ভব কিংবা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে উনাকে যথাযথ সময়ে বিদেশে নেয়া হবে।'
এ সময় বিদেশে নেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান ডা. জাহিদ।
এ সময় তিনি গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়ার অন্যান্য বিষয় নিয়ে মাঝেমধ্যে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্যগত দিক সম্পর্কে ডা. জাহিদ গণমাধ্যমকে জানাবেন। দল এর বাইরে অন্য কোন ব্রিফিংয়ে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে তিনি।
প্রসঙ্গত, গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে উনাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিদেশে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন, দেখবেন। পরবর্তীতে যদি মেডিকেল বোর্ড মনে করে, উনাকে স্থানান্তর করা সম্ভব কিংবা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে উনাকে যথাযথ সময়ে বিদেশে নেয়া হবে।'
এ সময় বিদেশে নেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান ডা. জাহিদ।
এ সময় তিনি গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়ার অন্যান্য বিষয় নিয়ে মাঝেমধ্যে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্যগত দিক সম্পর্কে ডা. জাহিদ গণমাধ্যমকে জানাবেন। দল এর বাইরে অন্য কোন ব্রিফিংয়ে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে তিনি।
প্রসঙ্গত, গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে উনাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন। মহাসচিব হয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনের ফলাফল ঘোষণা
১ ঘণ্টা আগে
মামলা চলমান সীমানা-সংক্রান্ত অন্তত ২৭ আসনের। এরই মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তোড়জোড়। এ উপলক্ষে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠক। সেখানেই চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ।
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী থানায় এ মামলা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে আসামি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নবজাতক নিয়ে যাওয়ার অভিযোগে দুই নারীকে আটকের কথা জানিয়েছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে