leadT1ad

খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা: বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, সিদ্ধান্ত হয়নি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

সাংবাদিকদের ব্রিফ ক্রছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। ভিডিও তঘেকে নেওয়া ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

বিদেশে নেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকেও যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন, দেখবেন। পরবর্তীতে যদি মেডিকেল বোর্ড মনে করে, উনাকে স্থানান্তর করা সম্ভব কিংবা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে উনাকে যথাযথ সময়ে বিদেশে নেয়া হবে।'

এ সময় বিদেশে নেয়ার জন্য যাবতীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান ডা. জাহিদ।

এ সময় তিনি গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বলেন, খালেদা জিয়ার অন্যান্য বিষয় নিয়ে মাঝেমধ্যে ব্রিফ করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্বাস্থ্যগত দিক সম্পর্কে ডা. জাহিদ গণমাধ্যমকে জানাবেন। দল এর বাইরে অন্য কোন ব্রিফিংয়ে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে তিনি।

প্রসঙ্গত, গুরুতর অসুস্থ হয়ে গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। তাঁর লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে উনাকে সিসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

Ad 300x250

সম্পর্কিত