leadT1ad

ট্রাফিক আইন লঙ্ঘন: ২ দিনে ৩ হাজার ৮৪৮ মামলা

বাসস
বাসস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮: ৩১
ডিএমপির লোগো

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ৮৪৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ ছাড়াও অভিযানকালে ৮৮৮টি গাড়ি ডাম্পিং ও ১৫৪টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত মঙ্গলবার ও বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Ad 300x250

সম্পর্কিত