leadT1ad

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে ঢাকায় স্থানান্তর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৯: ০২
উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সংগৃহীত ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

আজ সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ শাখার কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আক্তার হোসেনকে রামু সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বিজিবির হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় বিজিবি সদস্য নায়েক আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে রামু সেনানিবাসস্থ সিএমএইচে পাঠিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য বিজিবির হেলিকপ্টারে তাঁকে ঢাকা সিএমএইচ আনা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত