.png)


স্ট্রিম প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। গ্রেপ্তারের ঘটনাটিকে মুক্তিযুদ্ধের চেতনায় সরাসরি আঘাত বলছে দলটি।
শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের প্ররোচনায় মামলা দায়ের ও গ্রেপ্তার গভীর ষড়যন্ত্রের অংশ। এটি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চের একজন সাহসী কর্মী হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে গ্রেপ্তার করে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আঘাত হানা হয়েছে।
অবিলম্বে 'মিথ্যা মামলা' প্রত্যাহার করে আবুল কালাম আজাদের মুক্তির দাবি করেছে দলটি।
গতকাল (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের সম্মুখ সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দেন।
বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তাঁর ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মী জানতে পেরে থানায় গিয়ে তাঁকে শনাক্ত করেন। পরে তাঁরা থানার ওসিকে অবহিত করলে পুলিশ আজাদকে গ্রেপ্তার করেন।

ময়মনসিংহের ভালুকায় পিস্তলের লাইসেন্স নবায়ন করতে এসে গণজাগরণ মঞ্চের নেতা আবুল কালাম আজাদের গ্রেপ্তারে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)। গ্রেপ্তারের ঘটনাটিকে মুক্তিযুদ্ধের চেতনায় সরাসরি আঘাত বলছে দলটি।
শুক্রবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের প্ররোচনায় মামলা দায়ের ও গ্রেপ্তার গভীর ষড়যন্ত্রের অংশ। এটি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চের একজন সাহসী কর্মী হিসেবে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাকে গ্রেপ্তার করে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি আঘাত হানা হয়েছে।
অবিলম্বে 'মিথ্যা মামলা' প্রত্যাহার করে আবুল কালাম আজাদের মুক্তির দাবি করেছে দলটি।
গতকাল (৩০ অক্টোবর) দুপুরে ভালুকা মডেল থানা ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত গণজাগরণ মঞ্চের সম্মুখ সারির নেতা ছিলেন আবুল কালাম আজাদ। আন্দোলন চলাকালে তিনি শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষে দাঁড়িয়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে বক্তব্য দেন।
বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ তাঁর ব্যক্তিগত পিস্তলের স্থগিত লাইসেন্স নবায়নের জন্য থানায় আসেন। বিষয়টি জামায়াত-শিবিরের কয়েকজন নেতা-কর্মী জানতে পেরে থানায় গিয়ে তাঁকে শনাক্ত করেন। পরে তাঁরা থানার ওসিকে অবহিত করলে পুলিশ আজাদকে গ্রেপ্তার করেন।
.png)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
১ ঘণ্টা আগে
লিবিয়ায় আটকে পড়া আরও ৩১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তাঁরা লিবিয়ায় অবস্থান করছিলেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের অভ্যন্তরে কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
২ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া থেকে ‘বিতর্কিত’ অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার (৩১ অক্টোবর) তাঁদের কারাগারে পাঠায় আদালত।
২ ঘণ্টা আগে