leadT1ad

সিআইডির নামে ভুয়া নোটিশ ও সার্টিফিকেট প্রচার: জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৮: ৩০
স্ট্রিম গ্রাফিক

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সিআইডির নামে প্রচারিত ভুয়া নোটিশ বা সার্টিফিকেট সম্পর্কে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি ও বৈদেশিক মুদ্রা লেনদেনের মতো স্পর্শকাতর অভিযোগের যে নোটিশ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আজ সোমবার (২৪ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র এ ধরনের ভুয়া নোটিশের মাধ্যমে সাধারণ জনগণকে প্রতারণার ফাঁদে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। উক্ত নোটিশ বা সার্টিফিকেটে প্রদর্শিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সিআইডির পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এ ধরনের অপপ্রচার রোধে জনগণের সচেতনতা একান্ত কাম্য।

সিআইডি কর্তৃপক্ষ জানায়, ‘এ ধরনের জালিয়াতি কেবল জনমনে বিভ্রান্তিই সৃষ্টি করে না, বরং প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। যারা এই ভুয়া নোটিশ প্রস্তুত ও প্রচারের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

সংস্থাটি নিশ্চিত করেছে, তদন্ত সাপেক্ষে জড়িত অপরাধীদের চিহ্নিত করে অচিরেই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া সিআইডির পক্ষ থেকে অনলাইনে প্রাপ্ত যেকোনো তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার এবং এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত