স্ট্রিম সংবাদদাতা

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
রাবি মেইন গেটে আধা ঘণ্টা অবস্থানের পর নগরের তালাইমারি মোড়ে আন্দোলনকারী রুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন তাঁরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা 'দশম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'আমাদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই', 'পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না', 'প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গীকার', 'সিন্ডিকেটের দুই গালে, জুতা মারো তালে তালে'সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসব হামলার তদন্ত করে বিচার নিশ্চিত ও প্রকৌশলীদের যৌক্তিক তিন দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান তাঁরা।
তাদের দাবিগুলো হলো- অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে ও কোনো প্রমোশনাল কোটা চলবে না, সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (১০ম গ্রেড) শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসিদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ।

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু করেন তাঁরা।
রাবি মেইন গেটে আধা ঘণ্টা অবস্থানের পর নগরের তালাইমারি মোড়ে আন্দোলনকারী রুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন তাঁরা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা 'দশম দশম পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর', 'কোটা না মেধা, মেধা মেধা', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', 'আমাদের ওপর হামলা কেনো, প্রশাসন জবাব চাই', 'পুলিশ দিয়ে হামলা, চলবে না চলবে না', 'প্রকৌশলের অধিকার, আমাদের অঙ্গীকার', 'সিন্ডিকেটের দুই গালে, জুতা মারো তালে তালে'সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে আজ তিন দফা দাবিতে প্রকৌশলের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। এসব হামলার তদন্ত করে বিচার নিশ্চিত ও প্রকৌশলীদের যৌক্তিক তিন দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান তাঁরা।
তাদের দাবিগুলো হলো- অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (৯ম গ্রেড) পদের নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে ও কোনো প্রমোশনাল কোটা চলবে না, সাব-অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার (১০ম গ্রেড) শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসিদের জন্য উন্মুক্ত করতে হবে এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার উপাধি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ।

জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের চূড়ান্ত দিনে রাজধানীর চানখারপুলে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
৭ ঘণ্টা আগে
ধান উৎপাদনে কৃষকের সহায়তার জন্য নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবনের কাজ করে চলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। কৃষিকাজকে একটি সম্মানজনক এবং আরামদায়ক পেশায় রূপান্তর করার লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিযন্ত্র আবিষ্কারে ব্রি কাজ করছে বলে জানিয়েছেন এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
৮ ঘণ্টা আগে
চাকরির গ্রেড উন্নীতের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা।
৯ ঘণ্টা আগে
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে দেড় হাজারের বেশি ঘর। এতে আশ্রয়হীন হয়ে পড়া পরিবারগুলো ছোট সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে বস্তির অন্য অংশে। কিন্তু বিধি বাম। ঘরপোড়া মানুষের অসহায়ত্বের সুযোগে বস্তির বাড়িওয়ালারা খালি কক্ষগুলোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে