ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আন্দোলনকারীদের একটি অংশ ভাঙ্গা উপজেলা পরিষদসহ স্থানীয় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় আহত হন সংবাদকর্মীসহ বেশ কয়েকজন। এ ছাড়া আবারও ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক দখলে নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা।
স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে জেলার ভাঙ্গা উপজেলা পরিষদসহ স্থানীয় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সরকারি বিভিন্ন কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। এ ছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। আহত হন সংবাদকর্মীসহ বেশ কয়েকজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে কয়েকশ আন্দোলনকারীর অংশগ্রহণে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আবারও ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক দখলে নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। সকাল থেকে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। তবে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দেশে দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল করছে।
হামলার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদকারীদের একটা অংশ দুপুর একটার দিকে উপজেলা পরিষদ এলাকা ও থানায় হামলা চালায়। থানায় হামলার সময় বেশ কিছু পুলিশ সদস্য পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। সেখানেও হামলা চালায় বিক্ষুবদ্ধরা। এ সময় মসজিদে যোহরের নামজ চলছিল। হামলায় একাধিক সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর দ্রুতই ওই এলাকা ত্যাগ করেন হামলাকারীরা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে দুপুরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করেও রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সকালে ওসি আশরাফ জানান, ‘যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে ১ হাজার পুলিশ, ২০০ সেনা, র্যাব, বিপিএন সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।’
ভাঙচুর ও অবরোধে বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, ‘সকাল থেকে মহাসড়কসহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজারো বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ, থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।’
সোমবার সকাল থেকে উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায় আন্দোলনকারীদের। উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী এবং ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান নিলেও পুলিশি তৎপরতায় তারা রাস্তার দুই পাশে সরে দাঁড়ান।
তবে বেলা ১১টার দিকে টায়ার জ্বেলে, বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা। সড়কের অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার কারণে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও সচল রাখতে বিপুল পরিমাণ পুলিশ ও আনসার কাজ করছে।
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একশো থেকে দেড়শো জনকে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম ম সিদ্দিক মিঞাকে (৬০)। এতে দুই নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউপির সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫৫)।
এর আগে আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিঞাকে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে আটক করে হয়। সড়ক অবরোধের ঘটনায় মামলার পর তাঁকে ওই মামলায় আসামি হিসেবে দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা সোপর্দ হয়। ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকায় সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতকসহ অজ্ঞাতনামা আসামিরা সড়কে গাছ ফেলে, টায়ারে জ্বেলে শক্তির মহড়া দেয়। এতে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে জেলার ভাঙ্গা উপজেলা পরিষদসহ স্থানীয় থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। উপজেলা পরিষদের ভেতরে ঢুকে সরকারি বিভিন্ন কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় তারা। এ ছাড়া থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। আহত হন সংবাদকর্মীসহ বেশ কয়েকজন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে কয়েকশ আন্দোলনকারীর অংশগ্রহণে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আবারও ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক দখলে নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। সকাল থেকে সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও বেলা ১১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। তবে ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার রনি ব্যাপারী জানান, ঢাকা থেকে দেশে দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল করছে।
হামলার প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আসন পুনর্বিন্যাসের প্রতিবাদকারীদের একটা অংশ দুপুর একটার দিকে উপজেলা পরিষদ এলাকা ও থানায় হামলা চালায়। থানায় হামলার সময় বেশ কিছু পুলিশ সদস্য পার্শ্ববর্তী মসজিদে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। সেখানেও হামলা চালায় বিক্ষুবদ্ধরা। এ সময় মসজিদে যোহরের নামজ চলছিল। হামলায় একাধিক সংবাদকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর দ্রুতই ওই এলাকা ত্যাগ করেন হামলাকারীরা।
সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে দুপুরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেনের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করেও রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে সকালে ওসি আশরাফ জানান, ‘যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভাগীয় ও জেলা সদর থেকে ১ হাজার পুলিশ, ২০০ সেনা, র্যাব, বিপিএন সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।’
ভাঙচুর ও অবরোধে বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, ‘সকাল থেকে মহাসড়কসহ সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে হাজারো বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ, থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।’
সোমবার সকাল থেকে উপজেলার হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায় আন্দোলনকারীদের। উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী এবং ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান নিলেও পুলিশি তৎপরতায় তারা রাস্তার দুই পাশে সরে দাঁড়ান।
তবে বেলা ১১টার দিকে টায়ার জ্বেলে, বিদ্যুতের খুঁটি ফেলে সড়কে বিক্ষোভ শুরু করেন বিক্ষুব্ধরা। সড়কের অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার কারণে দুটি মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান বলেন, সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও সচল রাখতে বিপুল পরিমাণ পুলিশ ও আনসার কাজ করছে।
ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদি হয়ে মামলাটি করেন।
মামলায় ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একশো থেকে দেড়শো জনকে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম ম সিদ্দিক মিঞাকে (৬০)। এতে দুই নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউপির সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫৫)।
এর আগে আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিঞাকে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরের দিকে আটক করে হয়। সড়ক অবরোধের ঘটনায় মামলার পর তাঁকে ওই মামলায় আসামি হিসেবে দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা সোপর্দ হয়। ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকায় সিদ্দিক মিয়ার নেতৃত্বে পলাতকসহ অজ্ঞাতনামা আসামিরা সড়কে গাছ ফেলে, টায়ারে জ্বেলে শক্তির মহড়া দেয়। এতে রাস্তায় বাস ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, ‘ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে। মামলার এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসনের অধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।
কুষ্টিয়ার মিরপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় মামলা করতে চাইছে না মন্দির কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির কেউ। মিরপুর থানার ওসি বলছেন, অজ্ঞাতনামা আসামি করে মামলা করা যায় জানানোর পরও তারা রাজি হচ্ছে না।
২১ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙ্গা উপজেলা, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারী জনতা। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। এদিকে, ফরিদপুর-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুরো এলাকায়
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। পাশাপাশি এই নির্বাচনে ওঠা নানা অভিযোগের নিরপেক্ষ তদন্তও চেয়েছে সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
৩ ঘণ্টা আগেগতবছর সেপ্টেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হেল্পলাইন নম্বর চালু করা হয়। গত একবছরে এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে আইনি সেবা পেয়েছেন ৩ হাজার ৭২ জন বিচারপ্রার্থী। সোমবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে