leadT1ad

অ্যাডভোকেট আলিফ হত্যার এক বছর: আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি লইয়ার্স অ্যালায়েন্সের

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১৫: ১০
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। সংগৃহীত ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রথম মৃত্যুবার্ষিকীতে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার কাজ সম্পন্ন করার জোর দাবি জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠনটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘অ্যাডভোকেট আলিফ হত্যা মামলায় মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে আদালত অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন। এর মধ্যে ২১ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হলেও মামলার এজাহারভুক্ত ১৭ জন আসামি এখনও পলাতক। এই পলাতক আসামিদের গ্রেপ্তার না করার কারণে বিচার কার্যক্রম শুরু করা যাচ্ছে না।’

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্যাসিবাদী শক্তির দোসর ও দেশবিরোধী একটি গোষ্ঠী ভয়ের রাজত্ব কায়েম করতে শহীদ আলিফকে নৃশংসভাবে হত্যা করেছিল। কিন্তু তাদের সেই উদ্দেশ্য বুমেরাং হয়েছে। শহীদ আলিফ দেশের জনগণের দেশপ্রেম ও সাহস আরও বাড়িয়ে দিয়েছেন।’

সংগঠনটি অবিলম্বে পলাতক বাকি আসামিদের আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানায়।

২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর ও তাকে কারাগারে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজনা চলাকালীন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আদালত ভবনের অদূরে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

নিহত সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করে আইন পেশায় যুক্ত হন।

২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে প্র্যাকটিস শুরু করা আলিফ ২০২৩ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধিত হয়েছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত