leadT1ad

ডাকসু নির্বাচন ঘিরে বাগছাসে অনৈক্য: একাধিক ছাত্রনেতার স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা

স্ট্রিম প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২২: ৪৩
স্ট্রিম গ্রাফিক

জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে নতুন ধারার রাজনীতির সূচনা করতে গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’—এই স্লোগানকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আত্মপ্রকাশ করে সংগঠনটি। এর উদ্যোক্তারা বলেছিলেন, দলীয় লেজুড়বৃত্তি না করে অভ্যন্তরীণ গণতন্ত্রের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করবেন তারা। তবে শুরুর সেই ঐক্য ধরে রাখতে পারেনি সংগঠনটি, যার প্রমাণ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও নিজেদের স্বতন্ত্রপ্রার্থী ঘোষণা করেছেন একাধিক নেতা। অবশ্য সংগঠনটির শীর্ষ নেতারা বলছেন, তাদের দলে একাধিক যোগ্যপ্রার্থী রয়েছেন। সেকারণে তারা প্যানেলের বাইরে নির্বাচন করার ব্যাপারে বাধ্যবাধকতা রাখেননি।

গত ২০ আগস্ট পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তাঁদের প্যানেলের নাম ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’। এই প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে মো. আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন লড়বেন।

একই প্যানেল থেকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে নাহিয়ান ফারুক, সমাজসেবা সম্পাদক পদে মহির আলম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব, ক্রীড়া সম্পাদক পদে আল আমিন সরকার, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আনিকা তাহসিনা, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মিতু আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে আয়াদ বিন ইসলাম শোয়েব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাব্বির আহমেদ, ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক পদে রেজওয়ান আহম্মেদ রিফাত এবং ছাত্র পরিবহন সম্পাদক পদে মো. ঈসমাইল হোসেন রুদ্র লড়বেন। তবে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ছাত্র আন্দোলন চলাকালীন ১৫ জুলাই আহত সানজিদা আহমেদ তন্বীর প্রতি সমর্থন জানিয়েছে প্যানেলটি।

এই প্যানেল থেকে সদস্য পদে লড়বেন মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

তবে প্যানেল ঘোষণার দিনই দেখা গেছে, বাগছাসের একাধিক নেতা স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে। সংগঠনটির ঢাবি সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী যার মধ্যে অন্যতম। তিনি স্বতন্ত্রভাবে এজিএস পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সানজানা আফিফা অদিতিও একই পদে (এজিএস) স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন।

বাগছাসের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে লড়ার কথা ছিল মো. হাসিব আল ইসলামের। কিন্তু তিনিও একাধিক পদের মনোনয়ন জমা দিয়েছেন। গুঞ্জন রয়েছে, তিনিও এজিএস পদে স্বতন্ত্রভাবে লড়বেন। একাধিক পদে ফরম নেওয়ার তথ্য নিশ্চিত করে স্ট্রিমকে হাসিব বলেন, ‘দেখা যাক, কোন পদের জন্য মনোনয়ন পাই। আমি এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, কোন পদের জন্য লড়বো’।

অন্যদিকে প্যানেলে হাসিবের জন্য নির্ধারিত ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক’ পদে ফরম তুলেছেন বাগছাসের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব আবু সাঈদ।

একইভাবে, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা বাগছাস থেকে বেরিয়ে গিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য‘ প্যানেলে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে নির্বাচন করছেন।

এসব বিষয়ে জানতে চাইলে বাগছাসের প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের স্ট্রিমকে বলেন, ‘প্রত্যেকে চায় ক্যাম্পাসকে সবচেয়ে ভালোভাবে সার্ভ করতে। কিন্তু পদ মাত্র ২৮টা। আমাদের সংগঠনেই যোগ্য এজিএস পদপ্রার্থী পাঁচ জন, কিন্তু দিতে পারবো মাত্র একজনকে। বাকিরা আলাদাভাবে নির্বাচন করছে। আমরা তাদের ক্ষেত্রে রিজিড থাকিনি। তাদের স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ করে দিয়েছি। ছাত্রদলের মধ্যেও অনেকে যোগ্য থাকার পরেও তাঁরা সংগঠনকে প্রায়োরিটি দিয়েছে। এখানে সেটা হয়নি। আমরা সংগঠনের স্বার্থে যাকে যোগ্য মনে করেছি, তাঁকে প্রার্থী নির্বাচন করেছি।’

Ad 300x250

৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল আসছে বৃহস্পতিবার

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

'ভেজাল লাগাইয়া দিয়া যেভাবে নির্লিপ্ত আছেন, এটা আপনাকে সেভ করবে না'

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নির্বাচন কমিশন একটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

সম্পর্কিত