স্ট্রিম প্রতিবেদক
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন—মো. পারভেজ (২৭) ও তাঁর স্ত্রী কাকলি আক্তার (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
ডিএমপি ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। একই বাসার একটি কক্ষে সাবলেট হিসেবে পারভেজ ও কাকলি থাকতেন।
গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে আবু সায়েমের স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ওই দম্পতি অজ্ঞাত আরও দু-তিনজনের সহায়তায় তাঁদের চার বছর বয়সী ছেলে আব্দুল হাদি নূরকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ‘ইমো’ অ্যাপের মাধ্যমে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটিকে ফেরত পাওয়ার আশায় প্রথমে তাঁরা অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপরও মুক্তিপণ দাবি অব্যাহত রাখে অপহরণকারীরা।
এ ঘটনায় শিশুটির বাবা আবু সায়েম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন।
পরে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন—মো. পারভেজ (২৭) ও তাঁর স্ত্রী কাকলি আক্তার (২৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
ডিএমপি ডিসি মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, মামলার বাদী মো. আবু সায়েম (৪৬) কামরাঙ্গীরচর থানার আলীনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। একই বাসার একটি কক্ষে সাবলেট হিসেবে পারভেজ ও কাকলি থাকতেন।
গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে আবু সায়েমের স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় ওই দম্পতি অজ্ঞাত আরও দু-তিনজনের সহায়তায় তাঁদের চার বছর বয়সী ছেলে আব্দুল হাদি নূরকে অপহরণ করে। পরে অপহরণকারীরা ‘ইমো’ অ্যাপের মাধ্যমে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটিকে ফেরত পাওয়ার আশায় প্রথমে তাঁরা অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে পাঁচ হাজার টাকা পাঠান। এরপরও মুক্তিপণ দাবি অব্যাহত রাখে অপহরণকারীরা।
এ ঘটনায় শিশুটির বাবা আবু সায়েম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় অপহরণ ও মুক্তিপণ দাবির মামলা করেন।
পরে লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপকমিশনার (অপরাধ), সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গঠিত একটি বিশেষ টিম অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করে।
চুয়াডাঙ্গায় ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে ছয়জনের মৃত্যুর দশ দিন পর চারজনের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে একে একে তাঁদের মরদেহ তোলা হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলেই নিজ পরিবারের কাছে তাঁদের মরদেহ হস্তান্তর
৩৩ মিনিট আগেআন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ও জি-টু-জি ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানি করবে সরকার।
১ ঘণ্টা আগেযেসব ব্যক্তি গুম হয়েছিলেন, তাঁরা মামলা চালাতে গিয়ে নিঃস হয়ে গেছেন উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার খরচ সরকারকে চালানোর দাবি জানিয়েছে গুমের শিকার ব্যক্তিদের সংগঠন ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস (ইউভিইডি)। আজ বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনালে উপস্থিত
১ ঘণ্টা আগে১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এটা বাংলাদেশের অনেক বড় এচিভমেন্ট। আমি চিফ প্রসিকিউটর মহোদয়কে আমার হৃদয়ের অন্তস্থল থেকে আমরা সবাই ধন্যবাদ জানাই। আমরা যারা গুম হয়েছিলাম, তাদের ওপর যে নির্মম নির্যাতন চলে গেছে। আজ আমরা কিছুটা হলেও তার তৃপ্তি পাচ্ছি।
২ ঘণ্টা আগে