leadT1ad

সন্তানকে কেড়ে নেওয়ায় আত্মহত্যা করলেন মা

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০০: ০০
আপডেট : ০৫ জুন ২০২৫, ০০: ০১

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদারীপুর সদর উপজেলার ছালাম খাঁর মেয়ে কলি আক্তার (২২)। পরিবারের অভিযোগ, সাবেক স্বামীর পরিবার কলির সন্তানকে নিয়ে যাওয়ায় আত্মহত্যা করেছেন তিনি। শনিবার, ৩ মে এ ঘটনা ঘটে।

কলি আক্তার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকার বাসিন্দা। একই এলাকার কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের একটি ছেলে সন্তান রয়েছে। দেড় মাস আগে আসলামের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ছিলেন তিনি।

এদিকে গত শুক্রবার, ২ মে প্রতিবেশি আলী খাঁর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কলির। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসলামের পরিবার জোর করে সন্তানকে তুলে নিয়ে যায়; আর এতেই বিমর্ষ হয়ে কলি আত্মহত্যা করেন বলে অভিযোগ তাঁর পরিবারের। এ ঘটনার পর থেকে আসলামের পরিবারের লোকেরা পলাতক রয়েছে।

আত্মহত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, শিশুটিকে কলির কাছ থেকে নেওয়ার পরপরই এ ঘটনা ঘটে। মৃতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের দুটি আলাদা দল কাজ করছে বলেও তিনি জানান।

Ad 300x250

৩২ নম্বরে রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে ওসির কাছে ব্যাখ্যা তলব

জুলাই সনদ কিছুটা পরিমার্জিত হয়েছে, সেজন‍্য আমরা সন্তুষ্ট: মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু

জুলাই সনদকে ঐকমতের দলিল বলা যাবে না: রুহিন হোসেন প্রিন্স

আর কেউ নিয়ে যাক না যাক, সনদকে আমরা জনগণের কাছে নিয়ে যাব: আমির খসরু মাহমুদ চৌধুরী

আমাদের অবস্থান হলো এলএফওর অধীনে নির্বাচন: নাহিদ ইসলাম

সম্পর্কিত