leadT1ad

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে শেখ হাসিনাকে কারণ দর্শানোর নোটিশ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২: ০২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান এবং তাঁকে হাজির হওয়ার জন্য জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ছাপতে হবে।

আজ ২৫ মে রবিবার ট্রাইব্যুনাল এই নির্দেশ প্রদান করে।

ট্রাইব্যুনালের এই নির্দেশ আসে প্রসিকিউশন বিভাগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে। অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত বক্তব্য ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এই উক্তির জেরে তাঁকেসহ আরও একজন ব্যক্তিকে কারণ দর্শানোর জন্য ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিলে বিচারের পরবর্তী ধাপ শুরু হবে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান ও হত্যাকাণ্ডের মামলা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ায়

অন্যদিকে, রাজধানীর চানখাঁরপুলে ২০২২ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ছয়জনের হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এটি ‘জুলাই বিপ্লবের’ প্রথম মামলা।

২০২৫ সালের ২১ এপ্রিল এই মামলার তদন্ত শেষ হয়েছে এবং বর্তমানে বিচার প্রক্রিয়া শুরু হওয়ার প্রস্তুতি চলছে।

মামলার আট আসামির মধ্যে কারাগারে রয়েছেন পুলিশের পরিদর্শক আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন, কনস্টেবল নাসিরুল ইসলাম। পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল।

Ad 300x250

উৎসবের ছোঁয়া লাগলেও অভ্যুত্থান-পরবর্তী সময় বাংলাদেশের জন্য এখনো কঠিন

ব্যাঙের ব্যবচ্ছেদ কিংবা বাংলা হিউমারের কয়েকটা ইউনিক ভ্যারাইটি

৮ দফা দাবিতে ঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পুলিশি হেফাজতে ইশতিয়াকের মৃত্যু: আপিলের রায় সোমবার পর্যন্ত মুলতবি

অন্য দলের নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে নষ্ট হচ্ছে জুলাই ঐক্য

সম্পর্কিত