leadT1ad

জগন্নাথ শিক্ষার্থীদের আন্দোলন: দাবি মেনে নিল সরকার, কর্মসূচি প্রত্যাহার

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ২২: ০৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নিয়েছে সরকার। টানা তিন দিন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের রাস্তায় অবস্থান কর্মসূচি ও অনশন পালনের করছিলেন তাঁরা।

আজ শুক্রবার সন্ধ্যায় পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম।

উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেট বৃদ্ধি করার মাধ্যমে প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে, যা শিগগিরই শুরু হবে। আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে।

দাবি বাস্তবায়নে ২৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হবে। যার ৫৬ কোটি টাকা আবাসন ভাতা হিসেবে শিক্ষার্থীরা পাবেন। প্রকল্প একনেকে পাস হয়ে যাবে পরবর্তী সভায়।

Ad 300x250

সম্পর্কিত