leadT1ad

ভারতে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আটক

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৪: ৩৪
ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। ছবি: এক্স থেকে নেওয়া

নির্বাচন কমিশনের দিকে পদযাত্রার সময় ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ । আজ সোমবার (১১ আগস্ট) এই পদযাত্রা ছিল বিহারে ভোটার তালিকার সংশোধন (এসআইআর) এবং নির্বাচনী অনিয়েমের বিরুদ্ধে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আজকের পদযাত্রার নেতৃত্ব দিচ্ছিলেন লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। এটি মকর দ্বার থেকে শুরু হয়ে নির্বাচন সদনে ইসিআই অফিসে যাওয়ার কথা ছিল। তবে সংসদ ভবন থেকে এগোতেই পুলিশ তাদের বাধা দেয়।

তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র ও সমাজবাদী পার্টির অখিলেশ যাবদসব কিছু সাংসদকে পুলিশের ব্যারিকেডে চড়তে দেখা যায়। আর মল্লিকার্জুন খাড়গেসহ অন্যেরা ঘটনাস্থালেই অবস্থান ধর্মঘট শুরু করেন।

এদিকে, কংগ্রেসের অনুরোধে নির্বাচন কমিশন আজ দুপুর ১২টায় আলোচনার জন্য সময় দিয়েছে।

নির্বাচন কমিশন বিষয়টি ভিন্নভাবে সামলাতে পারত, বলে মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন জানিয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘যদি সরকার আমাদের নির্বাচন কমিশনের দিকে যাওয়ার অনুমতিও না দেয়, তবে আমি জানি না সরকার আসলে কীসের ভয় পাচ্ছে।’

কংগ্রেস নেতা খাড়গে আরও বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ বিক্ষোভ, এখানে কেউ ঝামেলা সৃষ্টি করতে আসেনি... নির্বাচন কমিশন বিষয়টি ভিন্নভাবে সামলাতে পারত। তারা একটি হলে সব সাংসদকে ডাকতে পারত এবং সবাইকে কথা বলার সুযোগ দিতে পারত। সব জোটদলের মধ্যে থেকে ৩০ জন সাংসদ বেছে নেওয়া বাস্তবসম্মত নয়।’

‘দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় কংগ্রেস ও তাদের মিত্ররা,’ মন্তব্য করেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, ‘দেশ দেখতে পাচ্ছে, যদি কেউ সংবিধানের বিরুদ্ধে কাজ করে থাকে, তবে তার নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী। এসআইআর দেশের ইতিহাসে এই প্রথম ঘটছে না।’

Ad 300x250

সম্পর্কিত