leadT1ad

হামাসের মুখপাত্র আবু উবায়দা নিহত

স্ট্রিম ডেস্কঢাকা
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৫: ৫৮
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২০: ০০
ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা। ছবি: সংগৃহীত

হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ রোববার এক ফিলিস্তিনি সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, শনিবার পশ্চিম গাজা শহরে এক ইসরায়েলি হামলায় আবু উবায়দা নিহত হন।

আল আরাবিয়াকে সূত্রটি বলেছে, ইসরায়েল শনিবার গাজার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। ওই অ্যাপার্টমেন্টে আবু উবায়দা আগে থেকে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। সূত্রটি আরও জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে যারা ছিলেন তাঁরা সবাই নিহত হয়েছেন।

আবু উবায়দার পরিবার ও কাসসাম ব্রিগেডের নেতারা মরদেহ পরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে আল আরাবিয়া।

এর আগে, শনিবার ইসরায়েলের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, ইসরায়েলের সামরিক বাহিনী একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে, যাতে ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়তে বাধ্য করা যায়। তারা হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।

হামলার পরে আল-জাজিরা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজায় রক্তাক্ত শিশুদের কাতরাতে দেখা গেছে।
এদিকে রোববার সন্ধ্যায় আল-জাজিরা এরাবিক জানিয়েছে, আবু উবায়দার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

Ad 300x250

সম্পর্কিত