.png)

স্ট্রিম ডেস্ক

হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ রোববার এক ফিলিস্তিনি সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, শনিবার পশ্চিম গাজা শহরে এক ইসরায়েলি হামলায় আবু উবায়দা নিহত হন।
আল আরাবিয়াকে সূত্রটি বলেছে, ইসরায়েল শনিবার গাজার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। ওই অ্যাপার্টমেন্টে আবু উবায়দা আগে থেকে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। সূত্রটি আরও জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে যারা ছিলেন তাঁরা সবাই নিহত হয়েছেন।
আবু উবায়দার পরিবার ও কাসসাম ব্রিগেডের নেতারা মরদেহ পরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে আল আরাবিয়া।
এর আগে, শনিবার ইসরায়েলের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, ইসরায়েলের সামরিক বাহিনী একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে, যাতে ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়তে বাধ্য করা যায়। তারা হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।
হামলার পরে আল-জাজিরা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজায় রক্তাক্ত শিশুদের কাতরাতে দেখা গেছে।
এদিকে রোববার সন্ধ্যায় আল-জাজিরা এরাবিক জানিয়েছে, আবু উবায়দার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

হামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ রোববার এক ফিলিস্তিনি সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, শনিবার পশ্চিম গাজা শহরে এক ইসরায়েলি হামলায় আবু উবায়দা নিহত হন।
আল আরাবিয়াকে সূত্রটি বলেছে, ইসরায়েল শনিবার গাজার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। ওই অ্যাপার্টমেন্টে আবু উবায়দা আগে থেকে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। সূত্রটি আরও জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টে যারা ছিলেন তাঁরা সবাই নিহত হয়েছেন।
আবু উবায়দার পরিবার ও কাসসাম ব্রিগেডের নেতারা মরদেহ পরীক্ষা করে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলেও জানিয়েছে আল আরাবিয়া।
এর আগে, শনিবার ইসরায়েলের বরাতে আল-জাজিরা জানিয়েছিল, ইসরায়েলের সামরিক বাহিনী একাধিক অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালিয়েছে, যাতে ফিলিস্তিনিদের ওই এলাকা ছাড়তে বাধ্য করা যায়। তারা হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দাকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়।
হামলার পরে আল-জাজিরা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজায় রক্তাক্ত শিশুদের কাতরাতে দেখা গেছে।
এদিকে রোববার সন্ধ্যায় আল-জাজিরা এরাবিক জানিয়েছে, আবু উবায়দার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
.png)

কানাডা তার সাম্প্রতিক দশকগুলোর সবচেয়ে বড় অভিবাসন সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে। দেশটি আগামী বছর থেকে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ২৫–৩২ শতাংশ পর্যন্ত কমাবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এইচ–১বি ভিসাধারী ও দক্ষ গবেষকদের জন্য বিশেষ ভিসা চালুর পরিকল্পনা করেছে সরকার।
৯ ঘণ্টা আগে
গাজা সিটির পাশের এক উঁচু বাঁধ থেকে তাকালে বোঝা যায়, যুদ্ধ এই শহরকে কীভাবে ধ্বংস করেছে। মানচিত্রের গাজার চিহ্ন এখন নেই। স্মৃতির শহরটি পরিণত হয়েছে ধূসর ধ্বংসস্তূপে, যা একদিক থেকে অন্যদিকে প্রসারিত। বেইত হানুন থেকে গাজা সিটি পর্যন্ত যতদূর চোখ যায়, শুধু ভাঙাচোরা ইট-পাথর।
১৫ ঘণ্টা আগে
নির্বাচনে জয়ের পর বুধবার নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তাঁর প্রশাসনের রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই কাজ শুরু করবেন।
১৬ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী ফার্স্ট লেডি হতে যাচ্ছেন ২৮ বছর বয়সী রামা দুয়াজি। মঙ্গলবার রাতে তাঁর স্বামী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।
১৯ ঘণ্টা আগে