leadT1ad

তুরস্ক উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ১৪ জনের প্রাণহানি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২২: ০১
তুরস্কের বোদরুম উপকূলে শরণার্থী নৌকা ডুবির পর জরুরি সেবা সংস্থার উদ্ধার অভিযান। ছবি: আল-জাজিরা

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মুগলা প্রদেশের উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের নৌকা ডুবে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, সম্ভাব্য জীবিতদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

মুগলা গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ১টার দিকে আফগানিস্তানের এক ব্যক্তি এই দুর্ঘটনার খবর দেন। তিনি নৌকাডুবি থেকে বেঁচে সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হন। জরুরি পরিষেবা সংস্থাকে ওই ব্যক্তি জানান, রাবারের নৌকাটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন এবং যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই পানি ঢুকে এটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ডের উদ্ধারকারী দলগুলো অভিযান শুরু করে। এখন পর্যন্ত সমুদ্র থেকে ১৪ জনের মরদেহ ও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, ‘নিখোঁজ থাকা অন্য অভিবাসীদের সন্ধানে চারটি কোস্টগার্ড বোট, একটি বিশেষ ডুবুরি দল এবং একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

এজিয়ান সাগর উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে পাড়ি জমানো হাজার হাজার অভিবাসীর জন্য একটি ঝুঁকিপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে তুরস্ক হয়ে বহু অভিবাসী এই বিপজ্জনক পথে যাত্রা করেন। তুরস্ক বর্তমানে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তান থেকে আসা লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

তুরস্কের অভিবাসন ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে দেশটিতে প্রায় ৪ লাখ ৫৫ হাজার অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছিল, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও সিরিয়ার নাগরিক ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত