leadT1ad

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২

গাজার বিভিন্ন হাসপাতালের সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছে।

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১১: ৫০
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭২। ছবি: আল-জাজিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ইসরায়েলের চলমান হামলায় এ পর্যন্ত ৫৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজার বিভিন্ন হাসপাতালের সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছে।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, গত চার সপ্তাহে মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন, যাঁদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে অবস্থান করছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৫৬ হাজার ২ শ ৫৯ জন নিহত এবং ১ লাখ ৩২ হাজার ৪ শ ৫৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক ১১ শ ৩৯ জন নিহত হন এবং ২ শর বেশি মানুষকে বন্দী করা হয়।

Ad 300x250

সম্পর্কিত