leadT1ad

আসছে বছরেও ট্রাম্পের ‘শত্রুই’ থাকছে অভিবাসীরা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩১
জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আবারও অভিবাসীদের বিরুদ্ধে চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের দুর্দশার জন্য অভিবাসীদের দায়ী করেছেন। এবার দেশটির আবাসন সংকট এবং অর্থনৈতিক সমস্যার জন্য তিনি অভিবাসীদের দুষলেন।

ট্রাম্প বলেন, অবৈধ বিদেশিরা আমেরিকানদের চাকরি বাগিয়ে নিয়েছে। তাঁরা আমেরিকান করদাতাদের দেওয়া সুবিধা বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যয় পেতে জরুরি দপ্তরগুলোতে ভিড় করছে।

স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) রাতে তিনি হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে এসব মন্তব্য করেন। চলতি বছরের নীতিগত কিছু পদক্ষেপ এবং আসন্ন নতুন বছরের নীতি নিয়ে দেশের নাগরিকদের বার্তা দিতে এই ভাষণ দেন ট্রাম্প। খবর আল জাজিরার।

ট্রাম্প আরও বলেন, অভিবাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যয়ও অত্যাধিক বাড়িয়ে দিয়েছে, যা কখনো উল্লেখ করা হয়নি।

এদিকে, একাধিক গবেষণায় দেখা গেছে যে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি থেকে যতটা না লাভবান হন, তার চেয়ে বেশি অর্থনীতিতে অবদান রাখেন। তাঁরা কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে শক্তিশালী করছেন, যা দেশকে খাদ্যে স্বনির্ভর করছে। তাঁরা নতুন বাড়ি তৈরিতে নির্মাণ খাতেও শ্রম দিচ্ছেন।

সম্প্রতি অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প একাধিক বিদ্বেষমূলক মন্তব্য করেছেন। এইতো সপ্তাহখানেক আগেও তিনি সোমালিদের ‘গার্বেজ’ আখ্যা দিয়েছেন। এমন কি সোমালিরা মিনেসোটা অঙ্গরাজ্যের ‘অর্থনীতি দখল করে নিয়েছে’ এবং ‘বিলিয়ন বিলিয়ন ডলার’ চুরি করছে বলে ভুয়া দাবিও করেন তিনি। আর আজকের

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামার পর যে কয়টি নীতিগত বিষয় ট্রাম্পের রাজনীতিতে গুরুত্ব পেয়েছিল, তার মধ্যে অভিবাসন বিরোধিতা ছিল অন্যতমা। আর ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। অভিবাসী ঠেকাতের নিচ্ছে নানান পদক্ষেপ। আসছে বছরেও যে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন কঠোর থাকছে, আজকের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট তার ইঙ্গিতও দিয়ে রাখলেন।

Ad 300x250

সম্পর্কিত