leadT1ad

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৬
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত ৭৮। সংগৃহীত ছবি

সুদানের দারফুর অঞ্চলের রাজধানী এল-ফাশেরে একটি মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে আজ শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় শুক্রবার সকালের নামাজের সময় একটি ড্রোন সরাসরি মসজিদের ওপর আঘাত হানে এবং মুহূর্তেই বহু মানুষ নিহত হন।

হামলার জন্য স্থানীয়রা আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করলেও সংগঠনটি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গত দুই বছরেরও বেশি সময় ধরে সুদানে আরএসএফ ও সেনাবাহিনী ভয়াবহ গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দারফুরে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা আল-ফাশের শহর পুরোপরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আরএসএফ। ফলে সেই এলাকার তিন লাখের বেশি বেসামরিক মানুষ সংঘাতের ফাঁদে আটকে পড়েছে।

জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আরএনএফের বিরুদ্ধে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোয় অ-আরব জাতিগুলো নির্মূলের অভিযোগ এনেছে।

Ad 300x250

সম্পর্কিত