leadT1ad

গাছের কি অপরাধ

গাছের কি অপরাধ? প্রচারণার জন্য গাছে লোহা মারা কেন! প্রাণিকুলের বেঁচে থাকার প্রধান উপাদান গাছ। শুধু তাই নয় গাছেরও প্রাণ আছে, অনুভূতিশক্তি আছে। সড়কের পাশের গাছগুলোতে পেরেক ঠুকে লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পণ্যের বিজ্ঞাপন। এর মধ্যে রয়েছে বিভিন্ন কোচিং সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের ফেস্টুন। একইভাবে টাঙানো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের বিজ্ঞাপনও। নির্বিচারে পেরেক লাগানোর কারণে সড়কের অনেক গাছ অকালে মরে যাচ্ছে।

সাধারণত ‘গাছের পরিবহন সিস্টেম দু’টি। একটি হলো জাইলেম আর আরেকটি হলো ফ্লোয়েম। পানির সঙ্গে দ্রবীভূত খনিজ লবণও জাইলেম টিস্যুর মাধ্যমে উপরে প্রবাহিত হয়। আবার গাছের পাতা থেকে যে খাদ্য তৈরি হয়, সেটা আবার গাছের ছাল দিয়ে ভেতরে যায়। ছালের নিচে ফ্লোয়েম রয়েছে। পাতা থেকে সেটা গাছের নিচের দিকে আসে। গাছে যদি পেরেক মারা হয়, তাহলে ফ্লোয়েম ক্ষতিগ্রস্ত হয়। এতে পাতায় উৎপাদিত খাদ্য রুটে যেতে পারে না। আর তা যদি হয় বড় পেরেক, তবে পানি ও খনিজ লবণের পরিবহন বাধা পায়। গাছে পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয় তা দিয়ে পানির সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাক ও অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় পচন ধরে। ফলে গাছের খাদ্য ও পানিশোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। একসময় গাছটি মরে যায়।

তাহমিনা আক্তার
তাহমিনা আক্তার

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৯: ২৪
পেরেক ঠুকে গাছে টাঙানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপন

গাছে টাঙানো বিজ্ঞাপন অক্সিজেন

গাছে ঝুলছে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন

পেরেক দিয়ে লাগানো আছে কাজী অফিসের বিজ্ঞাপন

ব্রিজের রেলিং এর জন্য নুয়ে পড়েছে গাছটি

গাছের মধ্যে লাগানো হয়েছে বৈদ্যুতিক সকেট

গাছে ঝুলিয়ে রাখা মরিচা ধরা চাবি

পেরেক দিয়ে বিজ্ঞাপন টানানো হয়েছে

গাছের ডালে ঝুলিয়ে রাখা পলিথিন

সড়ক বিভাজকের মাঝে লাগানো গাছের সঙ্গে শিকল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে মই

Ad 300x250

সম্পর্কিত