leadT1ad

কোথায় গেল জেব্রা ক্রসিং

রাস্তার ওপর কালো ও সাদা আড়াআড়ি ডোরাকাটা দাগ দিয়ে চিহ্নিত একটি বিশেষ স্থান হলো জেব্রা ক্রসিং। রাজধানীর বিভিন্ন সড়কে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য তৈরি করা হয়। এই স্থানগুলোতে পথচারীদের পারাপারের জন্য যানবাহন চালকদের থামতে হয়। যেখানে ভিড় বেশি, সেখানে জেব্রা ক্রসিং দিয়ে পথচারীরা নিরাপদে সড়ক পার হয়। কিন্তু বেশিরভাগ জেব্রা ক্রসিংয়ের ওপর গাড়ি থামানো হয়। আবার অনেক পথচারী জেব্রা ক্রসিংয়ের ওপর দিয়ে সড়ক পারাপার হতে চায় না। অনেক স্থানে আবার জেব্রা ক্রসিংয়ের ডোরাকাটা দাগ মুছে গেছে। জেব্রা ক্রসিং দিয়ে পারাপার সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমায়। ছবিগুলো কারওয়ান বাজার, শাহবাগ, গ্রিনরোড এলাকা থেকে তোলা।

তাহমিনা আক্তার
তাহমিনা আক্তার

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১৬: ৪৮
সড়কের উপর জেব্রা ক্রসিং থাকলেও এলোমেলোভাবে পারাপার হচ্ছে পথচারীরা

জেব্রা ক্রসিংয়ের ওপরে বাস, ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছে এক পথচারী

নিয়ম অমান্য করে জেব্রা ক্রসিংয়ের ওপরে প্রাইভেট কার

এলোমেলোভাবে জেব্রা ক্রসিংয়ের ওপরে যানবাহন থামিয়ে রাখা হয়েছে

ব্যস্ততম এলাকায় নেই কোনো জেব্রা ক্রসিং। এলোমেলোভাবে সড়ক পার হচ্ছেন পথচারীরা

জেব্রা ক্রসিংয়ের ডোরাকাটা দাগ মুছে গেছে

ক্রসিংয়ের ওপর বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে

জেব্রা ক্রসিং থাকলেও নিয়ম অমান্য করে সড়ক পারাপার হন পথচারীরা

Ad 300x250

সম্পর্কিত