leadT1ad

লালন স্মরণোৎসব

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় আখড়াবাড়িতে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনের লালন স্মরণোৎসব শেষ হয়েছে। প্রতিবছর এ সময় ভক্ত, বাউল ও সাধকদের মিলন ঘটে এই উৎসবে। তিনদিনব্যাপী এই লালন মেলা শুধু একটি স্মরণোৎসব নয়, এটি হয়ে ওঠে ভালোবাসা, মানবতা ও সাম্যের প্রতীক।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে লালনের আশ্রমে। কেউ সঙ্গে আনেন একতারা, কেউ বাউল গানের সুর, কেউবা নিঃশব্দ ধ্যানে ডুবে যান নিজের ভেতরের মানুষ খুঁজে পেতে। আখড়ার মাঠজুড়ে গানের তান, ঢোলের বাজনা, ধূপের গন্ধ আর মাটির গন্ধ মিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে।

সৈয়দ মাহামুদুর রহমান
সৈয়দ মাহামুদুর রহমান

রাতের আলোয় আলোকিত লালন মেলা। তিন দিনব্যাপী উৎসবের প্রথম রাতের চিত্র

লালন গানের সুরে মগ্ন এক বাউল শিল্পী

এক বাউল সাধক লালনের গান পরিবেশন করছেন

ভোরে বাউল শিল্পীর পরিবেশনায় বিমুগ্ধ দর্শকরা

দীর্ঘদিন পর দেখা হয়ে আলিঙ্গনে মগ্ন দুই বাউল

লালন মেলায় নানা ধরনের অলংকারে পরিহিত এক বাউল অনুসারী

বিদেশ থেকে দর্শনার্থীরা আসেন এই লালন স্মরণোৎসবে

আখড়ায় বসে ভক্তরা একত্রে গান ও আড্ডা দিচ্ছেন

তাবিজ, মালা বিক্রি করছেন এক বৃদ্ধ বাউল ভক্ত

লালনের আখড়াবাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়। সারা দেশ থেকে আগত ভক্তরা শ্রদ্ধা জানাতে আসেন

Ad 300x250

সম্পর্কিত