আমাদের জীবনের সঙ্গে এ মাটির গান, গল্প, প্রবাদ মিশে আছে তীব্রভাবে। এগুলো ‘ফোকলোর’ বা লোকসংস্কৃতির অংশ । মাটি থেকে যত দূরেই আসি না কেন, ফেলে আসা শেকড় কি আমাদের পিছু ছাড়ে? না, বোধহয় ছাড়ে না। তাই বিভিন্ন সময়ে এগুলোকে আমরা ডিজিটাল মাধ্যমে হাজির হতে দেখি।
শতাব্দীকা ঊর্মি
‘চোর না শুনে ধর্মের কাহিনি’ বা ‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস’ । রাগে-ক্ষোভে, দুঃখে-আনন্দে প্রতিদিন আমরা নানাভাবে ফিরে আসি এসব প্রবাদের কাছে। এগুলো আসলে আমাদের ‘ফোকলোর’ বা লোকসংস্কৃতির অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এসব মাটির গান, গল্প, প্রবাদ আমাদের জীবনে মিশে আছে। মাটি থেকে যত দূরেই আসি না কেন, ফেলে আসা শেকড় কি আমাদের পিছু ছাড়ে? না, বোধহয় ছাড়ে না। তাই বিভিন্ন সময়ে এগুলোকে আমরা ডিজিটাল মাধ্যমে হাজির হতে দেখি। যেমন এই সময়েও ডিজিটাল মাধ্যমে ফোকলোরের নানা উপাদান দেখা যাচ্ছে নতুন নতুন ফর্মে। লোককথা বা লোকসংগীত চমৎকারভাবে উঠে আসছে সিনেমা, গান, কার্টুনসহ মিম টেমপ্লেটেও।
বাংলা সিনেমায় এক সময় রাজত্ব করত ‘ফোক ফ্যান্টাসি’ জনরার সিনেমা। সাধারণত গ্রামের প্রেমকাহিনি, রূপকথা, রাজা-বাদশার গল্প, নাগ-নাগিনের প্রেম—এসব নিয়ে বানানো সিনেমাকেই বলে ফোক ফ্যান্টাসি। এসব সিনেমা বাংলাদেশের এক শ্রেণির মানুষকে হলমুখী করে তুলেছিল। এমনকি এক সময় বাংলা সিনেমার ‘বাণিজ্যিক পতন’-কেও সামলে দিয়েছিল ‘রূপবান’-এর মতো সিনেমাগুলো। ১৯৬৫ সালে পরিচালক সালাহ উদ্দিনের বানানো এ সিনেমা ছিল তুমুল জনপ্রিয়।
পরের বছর পরিচালক ইবনে মিজান ‘আবার বনবাসে রূপবান’ সিনেমা বানালেন। আর সেটিও ব্যবসায়িকভাবে সফল হল। সিনেমায় সাফল্যের এই ধারা চলল নব্বই দশক পর্যন্ত। তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোছনা’-এর কথাই ধরা যাক। ইলিয়াস কাঞ্চন ও অন্তু ঘোষ অভিনীত এ সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা।
হুমায়ূন আহমেদের বানানো জনপ্রিয় টিভি সিরিজ ‘অদেখা ভুবন’-এর পর্বগুলোতে নজর দেওয়া ও মৃত মানুষের ফিরে আসার মতো বিষয়গুলোও ছিল। এর পরেও ফোক-ফ্যান্টাসি ধারার গল্প নিয়ে বানানো সিনেমা-নাটক চলছিল কিছুটা ঢিমেতালেই।
তবে দুই দশক পরে আবারও ফিরে এসেছে লোকগল্পকে পর্দায় হাজির করার জোয়ার। নুহাশ হুমায়ুনের ‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজের ‘নিশির ডাক’, ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এর মতো পর্বগুলোতে দারুণভাবে উঠে এসেছে গ্রামবাংলার ভূতের গল্প। রাতে খোলা চুলে বের না হওয়া, মাছ রান্না করলে পেত্নি আসে—এমন সব লোকসংস্কারকে দেখানো হয়েছে এই সিরিজে। নূরুল আলম আতিকের ‘আষাঢ়ে গল্প’ ওয়েবসিরিজেও উঠে এসেছে ভিন্ন ভিন্ন লোককথা। সেখানে দৈত্যকথা, তাবিজ করা বা জ্বিনের আছড় করার মতো গল্পও দেখা গেছে।
ফেসবুক রিলস বা ইউটিউবে কোথাও না কোথাও শুনতে পাবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার গান ‘কে দিল পিরিতের বেড়া, লিচুরও বাগানে’। অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত এই গানটি দেখা হয়েছে ২ কোটি ৪৬ লাখ বার। এই প্রজন্মের অনেকেই গানটি প্রথমবার শুনলেও, এটি আসলে জনপ্রিয় একটি ‘ঘেটুগান’।
নতুন কিছু বাক্য যোগ করে নেত্রকোনার লোকসংগীতশিল্পী ছত্তার পাগলা প্রচলিত এই গানটি গাইতেন। লোকগানের অনেকগুলো শাখার মধ্যে ঘেটুগান অন্যতম। এই গানে দেখা যেত কিশোররা মেয়ে সেজে নাচগান করছে। হুমায়ূন আহমেদ সেই নিয়েই বানালেন ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র। জনপ্রিয়তা পেয়েছিল ঘেটুগান ‘আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো’
বিভিন্ন সময়ে গোপাল ভাঁড়, ঠাকুরমার ঝুলি, বিক্রম বেতাল, পঞ্চতন্ত্রের মতো লোকগল্পনির্ভর কার্টুন সিরিজও ডিজিটাল মিডিয়ায় মানুষের মন জয় করেছে। ব্যস্ত জীবনে সোফায় বসে বা ডিনারের টেবিলে এসব কার্টুন দেখা অনেকের কাছে এখন প্রায় অভ্যাসের মতো হয়ে গেছে। আসলে কোনো যুগের মানুষই বাংলার এ সব লোকগল্পের আবেদন এড়াতে পারে না।
জেন-জিদের হাতে এসব গল্প পরিণত হয়েছে মিম টেমপ্লেটেও।
অনেক গবেষণা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয় এখন লোকসংস্কৃতি সংরক্ষণের কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে। বাংলা একাডেমি আর জাতীয় গ্রন্থাগার পুরনো পুঁথি, গান আর কবিতা স্ক্যান করে অনলাইনে লাইব্রেরি তৈরি করছে। এমনকি ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ পোর্টাল’-এও বাংলাদেশের কিছু লোকউৎসব আর সংস্কৃতি জায়গা করে নিয়েছে।
ফোকলোর এখন আর কেবল গ্রামে শোনা পুরনো গল্প নয়। এখন এটি আধুনিক মিডিয়ার একটি শক্তিশালী ভাষা। প্রযুক্তির ছোঁয়ায় নতুন প্রজন্ম যেমন এসব সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি এগুলোর উপস্থাপনাও বদলে যাচ্ছে।
ফোকলোরের এসব উপাদানকে টিকিয়ে রাখতে হবে। আমাদের শিকড়, স্মৃতি আর নিজেদের গল্পগুলোও তাহলে ভবিষ্যতে টিকে থাকবে। আবার এসব গল্প যখন ডিজিটাল মাধ্যমে ফিরে আসে, তখন তা শুধু বিনোদনের গণ্ডিতেই বাঁধা থাকে না। বরং সেটা হয়ে দাঁড়ায় প্রজন্ম থেকে প্রজন্মের শেকড়ের যোগসূত্র।
‘চোর না শুনে ধর্মের কাহিনি’ বা ‘কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস’ । রাগে-ক্ষোভে, দুঃখে-আনন্দে প্রতিদিন আমরা নানাভাবে ফিরে আসি এসব প্রবাদের কাছে। এগুলো আসলে আমাদের ‘ফোকলোর’ বা লোকসংস্কৃতির অংশ। সময়ের সঙ্গে সঙ্গে এসব মাটির গান, গল্প, প্রবাদ আমাদের জীবনে মিশে আছে। মাটি থেকে যত দূরেই আসি না কেন, ফেলে আসা শেকড় কি আমাদের পিছু ছাড়ে? না, বোধহয় ছাড়ে না। তাই বিভিন্ন সময়ে এগুলোকে আমরা ডিজিটাল মাধ্যমে হাজির হতে দেখি। যেমন এই সময়েও ডিজিটাল মাধ্যমে ফোকলোরের নানা উপাদান দেখা যাচ্ছে নতুন নতুন ফর্মে। লোককথা বা লোকসংগীত চমৎকারভাবে উঠে আসছে সিনেমা, গান, কার্টুনসহ মিম টেমপ্লেটেও।
বাংলা সিনেমায় এক সময় রাজত্ব করত ‘ফোক ফ্যান্টাসি’ জনরার সিনেমা। সাধারণত গ্রামের প্রেমকাহিনি, রূপকথা, রাজা-বাদশার গল্প, নাগ-নাগিনের প্রেম—এসব নিয়ে বানানো সিনেমাকেই বলে ফোক ফ্যান্টাসি। এসব সিনেমা বাংলাদেশের এক শ্রেণির মানুষকে হলমুখী করে তুলেছিল। এমনকি এক সময় বাংলা সিনেমার ‘বাণিজ্যিক পতন’-কেও সামলে দিয়েছিল ‘রূপবান’-এর মতো সিনেমাগুলো। ১৯৬৫ সালে পরিচালক সালাহ উদ্দিনের বানানো এ সিনেমা ছিল তুমুল জনপ্রিয়।
পরের বছর পরিচালক ইবনে মিজান ‘আবার বনবাসে রূপবান’ সিনেমা বানালেন। আর সেটিও ব্যবসায়িকভাবে সফল হল। সিনেমায় সাফল্যের এই ধারা চলল নব্বই দশক পর্যন্ত। তোজাম্মেল হক বকুলের ‘বেদের মেয়ে জোছনা’-এর কথাই ধরা যাক। ইলিয়াস কাঞ্চন ও অন্তু ঘোষ অভিনীত এ সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা।
হুমায়ূন আহমেদের বানানো জনপ্রিয় টিভি সিরিজ ‘অদেখা ভুবন’-এর পর্বগুলোতে নজর দেওয়া ও মৃত মানুষের ফিরে আসার মতো বিষয়গুলোও ছিল। এর পরেও ফোক-ফ্যান্টাসি ধারার গল্প নিয়ে বানানো সিনেমা-নাটক চলছিল কিছুটা ঢিমেতালেই।
তবে দুই দশক পরে আবারও ফিরে এসেছে লোকগল্পকে পর্দায় হাজির করার জোয়ার। নুহাশ হুমায়ুনের ‘পেট কাটা ষ’ ওয়েব সিরিজের ‘নিশির ডাক’, ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’-এর মতো পর্বগুলোতে দারুণভাবে উঠে এসেছে গ্রামবাংলার ভূতের গল্প। রাতে খোলা চুলে বের না হওয়া, মাছ রান্না করলে পেত্নি আসে—এমন সব লোকসংস্কারকে দেখানো হয়েছে এই সিরিজে। নূরুল আলম আতিকের ‘আষাঢ়ে গল্প’ ওয়েবসিরিজেও উঠে এসেছে ভিন্ন ভিন্ন লোককথা। সেখানে দৈত্যকথা, তাবিজ করা বা জ্বিনের আছড় করার মতো গল্পও দেখা গেছে।
ফেসবুক রিলস বা ইউটিউবে কোথাও না কোথাও শুনতে পাবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমার গান ‘কে দিল পিরিতের বেড়া, লিচুরও বাগানে’। অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত এই গানটি দেখা হয়েছে ২ কোটি ৪৬ লাখ বার। এই প্রজন্মের অনেকেই গানটি প্রথমবার শুনলেও, এটি আসলে জনপ্রিয় একটি ‘ঘেটুগান’।
নতুন কিছু বাক্য যোগ করে নেত্রকোনার লোকসংগীতশিল্পী ছত্তার পাগলা প্রচলিত এই গানটি গাইতেন। লোকগানের অনেকগুলো শাখার মধ্যে ঘেটুগান অন্যতম। এই গানে দেখা যেত কিশোররা মেয়ে সেজে নাচগান করছে। হুমায়ূন আহমেদ সেই নিয়েই বানালেন ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র। জনপ্রিয়তা পেয়েছিল ঘেটুগান ‘আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো’
বিভিন্ন সময়ে গোপাল ভাঁড়, ঠাকুরমার ঝুলি, বিক্রম বেতাল, পঞ্চতন্ত্রের মতো লোকগল্পনির্ভর কার্টুন সিরিজও ডিজিটাল মিডিয়ায় মানুষের মন জয় করেছে। ব্যস্ত জীবনে সোফায় বসে বা ডিনারের টেবিলে এসব কার্টুন দেখা অনেকের কাছে এখন প্রায় অভ্যাসের মতো হয়ে গেছে। আসলে কোনো যুগের মানুষই বাংলার এ সব লোকগল্পের আবেদন এড়াতে পারে না।
জেন-জিদের হাতে এসব গল্প পরিণত হয়েছে মিম টেমপ্লেটেও।
অনেক গবেষণা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয় এখন লোকসংস্কৃতি সংরক্ষণের কাজে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে। বাংলা একাডেমি আর জাতীয় গ্রন্থাগার পুরনো পুঁথি, গান আর কবিতা স্ক্যান করে অনলাইনে লাইব্রেরি তৈরি করছে। এমনকি ইউনেস্কোর ‘ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ পোর্টাল’-এও বাংলাদেশের কিছু লোকউৎসব আর সংস্কৃতি জায়গা করে নিয়েছে।
ফোকলোর এখন আর কেবল গ্রামে শোনা পুরনো গল্প নয়। এখন এটি আধুনিক মিডিয়ার একটি শক্তিশালী ভাষা। প্রযুক্তির ছোঁয়ায় নতুন প্রজন্ম যেমন এসব সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, তেমনি এগুলোর উপস্থাপনাও বদলে যাচ্ছে।
ফোকলোরের এসব উপাদানকে টিকিয়ে রাখতে হবে। আমাদের শিকড়, স্মৃতি আর নিজেদের গল্পগুলোও তাহলে ভবিষ্যতে টিকে থাকবে। আবার এসব গল্প যখন ডিজিটাল মাধ্যমে ফিরে আসে, তখন তা শুধু বিনোদনের গণ্ডিতেই বাঁধা থাকে না। বরং সেটা হয়ে দাঁড়ায় প্রজন্ম থেকে প্রজন্মের শেকড়ের যোগসূত্র।
আরব থেকে মর্সিয়ার এই ধারা গিয়ে পৌঁছায় পারস্যে। এরপর এর আঙ্গিক ও বিষয়বস্তুতে ঘটে যুগান্তকারী পরিবর্তন। বিশেষ করে ষোড়শ শতকে সাফাভি শাসনামলে ‘শিয়া ইসলাম’ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করার পর মর্সিয়া এক নতুন মাত্রা পায়।
৪ ঘণ্টা আগেএক মর্মান্তিক বাস দুর্ঘটনার পর থেকেই শুরু হয় ফ্রিদার চিত্রশিল্পী হয়ে ওঠার গল্প। ফ্রিদা বলেন, ‘বাস আমাকে ধাক্কা দেওয়ার আগে আমি হতে চেয়েছিলাম একজন ডাক্তার।’
৪ ঘণ্টা আগেআজ ৬ জুলাই। বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চলে যাওয়ার দিন। গান দিয়েই তিনি ছুঁয়ে গেছেন একের পর এক প্রজন্মের হৃদয়। আর হয়ে উঠেছিলেন সবার প্রিয় ‘প্লেব্যাক সম্রাট’। কিন্তু তিনি নিজেকে মনে করতেন একজন ‘কণ্ঠশ্রমিক’। আজ এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আমরা ফিরে তাকাব তাঁর বর্ণাঢ্য...
৭ ঘণ্টা আগে১৯৯৪ সালের ৫ জুলাই, জেফ বেজোস শুরু করেছিলেন তাঁর নতুন ব্যবসা। সিয়াটলে নিজের ভাড়া বাসার গ্যারেজে চালু হওয়া এই কোম্পানির নাম রেখেছিলেন, ‘অ্যামাজন’। তখন কেউ ভাবতেও পারেনি, এই ছোট অনলাইন দোকানটাই একদিন হয়ে উঠবে পুরো দুনিয়ার সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস।
৮ ঘণ্টা আগে