leadT1ad

আন্তর্জাতিক অঙ্গনে সারা আফরোজার ‘সং অব হোয়েলস’, দেশে জিতল স্বর্ণপদক

স্ট্রিম ডেস্ক
আন্তর্জাতিক অঙ্গনে সারা আফরোজার ‘সং অব হোয়েলস’, দেশে জিতল স্বর্ণপদক। সংগৃহীত ছবি

পরিবেশগত সংকট ও প্রান্তিক জেলেদের জীবন নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘সং অব হোয়েলস’ দেশে বিশেষ সম্মাননা অর্জন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত ‘ডিজিকন৬ বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ছবিটি। সারা আফরোজা হোসেন নির্মিত ১২ মিনিটের এই চলচ্চিত্রটি এখন জাপানের টোকিও ব্রডকাস্টিং সিস্টেম (টিবিএস) আয়োজিত ‘ডিজিকন৬ এশিয়া’র ২৭তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডিজিকন৬ বাংলাদেশ’-এর পুরস্কার ঘোষণা করা হয়। স্টুডিও পদ্মা আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের সৃজনশীল ও উদ্ভাবনী কাজের স্বীকৃতি দেওয়া হয়।

ছবির পেছনের কথা

‘সং অব হোয়েলস’ একটি পরিবেশগত হরর ঘরানার ছবি। এর গল্পে দেখা যায়, একজন প্রান্তিক জেলের মাছের ক্ষুধা সামুদ্রিক জীবনের সম্মিলিত উদ্বেগের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। পরাবাস্তবতার আশ্রয়ে ছবিটি ভেঙে পড়তে থাকা এক বাস্তুতন্ত্রের গল্প বলে।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘সং অব হোয়েলস’ এর পোস্টার। সংগৃহীত ছবি
স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘সং অব হোয়েলস’ এর পোস্টার। সংগৃহীত ছবি

ছবিটি নির্মাণের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে পরিচালক সারা আফরোজা হোসেন জানান, ২০২১ সালের এপ্রিলে কক্সবাজারের সৈকতে ভেসে আসা একটি মৃত তিমির খবর দেখার পর থেকেই তাঁর মাথায় ছবির ভাবনা ঘুরপাক খেতে শুরু করে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট এবং সেখানকার মানুষ ও সামুদ্রিক প্রাণীদের নীরব যন্ত্রণা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। এই সম্মিলিত উদ্বেগকেই তিনি পরাবাস্তবতার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শোকাহত মা তিমির আত্মা, যা যেন পুরো সমুদ্রেরই প্রতিচ্ছবি।

আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা

এরই মধ্যে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জাতিসংঘের সমুদ্র সম্মেলন (ইউএন ওশান কনফারেন্স) ২০২৫-এ ‘ওশান ম্যানিফেস্টো: ইকোয়িং ওশান’-এর অংশ হিসেবে ছবিটি প্রদর্শিত হয়েছে। এ ছাড়াও ছবিটি প্যারিসে ফ্রাঙ্কো-বাংলাদেশি সপ্তাহে প্রদর্শনের জন্য নির্বাচিত হয় এবং এর চিত্রনাট্য যুক্তরাষ্ট্রের ভেল ফিল্ম ফেস্টিভ্যালে কোয়ার্টার ফাইনালিস্ট হয়েছিল।

সারা আফরোজা হোসেন
সারা আফরোজা হোসেন

সারা আফরোজা হোসেন একাধারে একজন অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতা ও ভিজ্যুয়াল আর্টিস্ট। তিনি বাস্তব ঘটনাকে উপস্থাপন করেন বাঙালি লোকগাথা ও পরাবাস্তবতার আঙ্গিকে। ‘সং অব হোয়েলস’ তাঁর প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বর্তমানে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘সং অব ঝিনুক’ নিয়ে কাজ করছেন।

Ad 300x250

সম্পর্কিত