ঢাকা বিভাগের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ মুক্ত করার লক্ষ্যে একটি বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করতে এবং প্লাস্টিক দূষণ রোধে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর-ঢাকা অঞ্চল, গ্রিন সেভার্স এবং বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’-এর যাত্রা শুরু হলো।
উদ্যোক্তারা জানান, এই ক্যাম্পেইনের আওতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার নির্বাচিত ১০০টি বিদ্যালয়ে ‘ইকো-অওয়ারনেস গ্রিন ক্লাব’ গঠন করা হবে। এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র্যাপ ও অরিগামি পণ্য তৈরি শিখবে এবং ব্যবহার করবে। এছাড়া প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য হ্রাসের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে সম্পৃক্ত করা হবে। এর সুদূরপ্রসারী প্রভাবে পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্য পরিবেশ রক্ষায় সচেতন হবেন বলে আশা করা হচ্ছে। সমঝোতা অনুযায়ী, গ্রিন সেভার্স মাঠ পর্যায়ে পুরো প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালনা করবে। বিএসআরএম ফাউন্ডেশন তাদের করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কাঠামোর আওতায় এতে অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা দেবে। আর পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় নীতিগত দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের তৈরি পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা প্রদান করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি। তিনি বলেন, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্তমানে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুলের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি আমরা শিশুদের প্লাস্টিকমুক্ত জীবনযাপনের শিক্ষা দিতে পারি, তবে এই ভবিষ্যৎ প্রজন্মই আগামী দিনে পরিবর্তনের নেতৃত্ব দেবে। তিনি এই উদ্যোগকে দেশের পরিবেশ সুরক্ষা যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
পরিবেশ অধিদপ্তর-ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। এছাড়া গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পরিচালক সাবিন আমির এবং তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।